X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

মালয়েশিয়ার সঙ্গে ৩৯০ কোটি ডলারে সমঝোতা মার্কিন প্রতিষ্ঠানের

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০২০, ২২:২৭আপডেট : ২৪ জুলাই ২০২০, ২২:২৭

মালয়েশিয়ায় শত শত কোটি ডলারের একটি আর্থিক দুর্নীতির ঘটনায় ভূমিকার জন্য ৩৯০ কোটি ডলারে দেশটির সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স। এই সমঝোতার মাধ্যমে মালয়েশিয়ায় বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগ থেকে নিষ্কৃতি পাবে মার্কিন প্রতিষ্ঠানটি। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ (ওয়ানএমবিডি) নামে পরিচিত এক আর্থিক কেলেঙ্কারির ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। সমঝোতাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আখ্যা দিয়ে এই অভিজ্ঞতা থেকে নিজেদের উন্নয়ন ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। মালয়েশিয়ার সঙ্গে ৩৯০ কোটি ডলারে সমঝোতা মার্কিন প্রতিষ্ঠানের

২০০৯ সালে মালয়েশিয়ায় নতুন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ওয়ান মালয়েশিয়া ডেপেলপমেন্ট বেরহাদ বা ওয়ান এমডিবি তহবিলটি গঠন করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক ছিলেন এর প্রতিষ্ঠাতা। ২০১৫ সালে ব্যাংক ও শেয়ারহোল্ডারদের পাওনা পরিশোধে ব্যর্থতার এই তহবিলের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন ওঠে। মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের অভিযোগ করে এই তহবিল থেকে প্রায় সাড়ে চারশো কোটি মার্কিন ডলার অবৈধভাবে আত্মসাৎ করা হয়েছে এবং ব্যক্তিগত হিসাবে হস্তান্তর করা হয়েছে। এসব অর্থ বিলাসবহুল বাড়ি, বিমান, দামী চিত্রকর্ম কেনাসহ নানা বিলাসী কর্মকাণ্ডে ব্যয় হয়েছে। এই দুর্নীতির ঘটনায় দায়ের করা একটি মামলায় আগামী মঙ্গলবার নাজিবের বিরুদ্ধে দণ্ড ঘোষণার কথা রয়েছে।

শুক্রবার ওই দুর্নীতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ থেকে নিষ্কৃতি পেতে মালয়েশিয়া সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছায় গোল্ডম্যান স্যাক্স। এর আওতায় ইতোমধ্যে মালয়েশিয়ার সরকারকে ২৫০ কোটি ডলার পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া আরও অন্তত ১৪০ কোটি ডলার পরিশোধের নিশ্চয়তা দেওয়া হয়েছে।

মালয়েশিয়ার নতুন অর্থমন্ত্রী টেংকু দাতো শ্রী জাফরুল আজিজ বলেছেন, ‘এই সমঝোতা প্রমাণ করে এসব সম্পদ যথার্থভাবেই মালয়েশিয়ার জনগণের।’ তিনি বলেন, এই সমঝোতার অর্থ হলো দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল আইনি লড়াই ছাড়াই সরকার এখন চুরি হয়ে যাওয়া সাড়ে চারশ’ কোটি ডলারের বেশি অর্থ উদ্ধার করতে পারবে।

/জেজে/
সম্পর্কিত
সৌদি আরবে ট্রাম্প-শারা বৈঠক: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান
রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দিলেন ম্যাক্রোঁ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
সর্বশেষ খবর
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
নিখোঁজের একদিন পর পুকুর থেকে দুই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার
নিখোঁজের একদিন পর পুকুর থেকে দুই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণ বিষয়ে রুল
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণ বিষয়ে রুল
ড. মুহাম্মদ ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ড. মুহাম্মদ ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর