X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

এবার ট্রাম্পের রোষানলে চিকিৎসা উপদেষ্টা বিরক্স

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০২০, ১৩:৪২আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১৩:৪৮
image

করোনা মহামারি নিয়ে সতর্কবার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে পড়েছেন হোয়াইট হাউস করোনা টাস্ক ফোর্সের সমন্বয়ক ডেবোরাহ বিরক্স। সোমবার (৩ আগস্ট) টুইটার পোস্টে তিনি এ উপদেষ্টার সমালোচনা করেছেন। ‘যুক্তরাষ্ট্র করোনাবিরোধী যুদ্ধের নতুন পর্বে প্রবেশ করছে’ উল্লেখ করে বিরক্স যে উদ্বেগ জানিয়েছেন তাকে ‘দুঃখজনক’ বলেছেন ট্রাম্প। তার দাবি, করোনা পরিস্থিতি মোকাবিলায় তার প্রশাসন খুব ভালোভাবে কাজ করছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ট্রাম্প ও বিরক্স

সম্প্রতি যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে জনগণকে সতর্ক করেন হোয়াইট হাউসের করোনাবিরোধী টাস্ক ফোর্সের নেতৃত্বস্থানীয় সদস্য ডেবোরাহ বিরক্স। বলেন, করোনা মহামারির বিরুদ্ধে যুদ্ধের নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে যুক্তরাষ্ট্র। দেশজুড়ে অত্যন্ত অস্বাভাবিকরকমে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রকোপ দেখা দেওয়ার শুরুর দিকের সময়ের চেয়ে এটি এখন আরও অনেক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, বড় বড় শহরগুলোর পাশাপাশি গ্রাম এলাকাতেও এখন করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে। এ ব্যাপারে জনগণকে সতর্ক করে বিরক্স বলেন, ‘আপনারা যারা গ্রাম এলাকায় বসবাস করছেন তারাও এ ভাইরাস থেকে সুরক্ষিত নন। একে প্রতিরোধ করার মতো রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের শরীরেও নেই। এ মুহূর্তে এ মহামারির চিত্রটা ভিন্ন। গ্রাম ও শহর দুই জায়গাতেই এখন এর বিস্তার ঘটছে।’

আর ডেবোরাহ’র এমন মন্তব্যে ক্ষুব্ধ ট্রাম্প। টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘ন্যান্সি পেলোসি ডা. ডেবোরাহ বিরক্স সম্পর্কে ভয়াবহ কথা বলেছিলেন। কারণ ভ্যাকসিন ও থেরাপিসহ চীনা ভাইরাস (করোনাভাইরাস) এর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের ভূমিকার ব্যাপারে তিনি খুব ইতিবাচক ছিলেন। ন্যান্সির বিরুদ্ধে পাল্টা অবস্থান নিতে গিয়ে ডেবোরাহ আমাদেরকে আঘাত করেছে। এটা দুঃখজনক।’

করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক আভাস দেওয়ার কারণে বিভিন্ন সময়ে হোয়াইট হাউস ও ট্রাম্পের বিরূপ মন্তব্যের শিকার হয়েছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ফাউচি। তবে বিরক্সকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্যের ঘটনা এটাই প্রথম।

বিরক্সকে নিয়ে টুইটারে করা মন্তব্যের ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমরা খুব ভালো কাজ করছি। অন্য দেশগুলোর মতোই আমরা ভূমিকা পালন করছি। আমি বিরক্সকে বলেছি যে আমরা ভালো করঠি বলেই মনে হচ্ছে। তিনি আমার অফিসে যোগ দিয়েছেন বেশিদিন হয়নি। তিনি এমন এক মানুষ যাকে আমি খুব সম্মান করি। আমি মনে করি ন্যান্সি পেলোসি তার সঙ্গে দুর্ব্যবহার করেছে। আমি মূলত বলতে চাচ্ছি যে আমরা যে ভালো কাজ করছি তা তাদের স্বীকার করা উচিত।’

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত ৬ লাখ ৮৭ হাজার ৭২ জনের। সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের দিক থেকে তালিকায় সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৪৬ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে অন্ততপক্ষে দেড় লাখেরও বেশি।

/এফইউ/
সম্পর্কিত
ব্যাংকারদের সঙ্গে ইহুদি চরিত্র ‘শাইলক’-এর তুলনা করে তোপের মুখে ট্রাম্প
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৬১৩: জাতিসংঘ
সর্বশেষ খবর
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’