X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

আত্মহত্যা ঠেকাতে যুক্তরাষ্ট্রে জনসনের ন্যাজাল স্প্রে ব্যবহারের অনুমোদন

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০২০, ১৫:৪৭আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২০:২৩
image

যুক্তরাষ্ট্রে বিষণ্ন ও আত্মহত্যাপ্রবণ মানুষদের চিকিৎসায় স্প্র্যাভাটো ন্যাজাল স্প্রে ব্যবহারের অনুমতি দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। করোনা মহামারিতে হতাশাগ্রস্ত হয়ে পড়া মানুষদের আত্মহত্যার ঝুঁকি নিয়ে চিকিৎসকরা যখন উদ্বিগ্ন, তখনই এ স্প্রে আশার আলো দেখালো। প্রস্তুতকারী প্রতিষ্ঠান জনসন এন্ড জনসনের দাবি, অন্য ওষুধের তুলনায় এ স্প্রে মানুষের বিষণ্নতার মাত্রা খুব দ্রুত কমিয়ে দিতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতীকী ছবি করোনা মহামারির আগে থেকেই যুক্তরাষ্ট্রে বহুসংখ্যক আত্মহত্যাপ্রবণ মানুষ ছিলেন। ১৯৯৯ থেকে ২০১৬-এর মধ্যে যুক্তরাষ্ট্রে আত্মহত্যাপ্রবণ মানুষের সংখ্যা বেড়েছিল ৩০ শতাংশ। কয়েক মাস ধরে করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্রে বসবাসরতদের মাঝে বেড়েছে বিষণ্নতার মাত্রা। আর তাদের এ বিষণ্নতা কমাতে স্প্যাভাটো ন্যাজাল স্প্রে কার্যকর ভূমিকা রাখছে বলে দাবি করেছে জনসন অ্যান্ড জনসন। কোম্পানিটি জানিয়েছে, স্প্র্যাভাটো ন্যাজাল স্প্রে এখন পর্যন্ত ৬ হাজার মানুষ ব্যবহার করেছেন। তারা প্রত্যেকেই গভীর হতাশায় ভুগছিলেন। চিকিৎসকরা বলেছিলেন, তাদের বিষণ্ণতা সারিয়ে তোলা সম্ভব নয়।

কোম্পানির নিউরোসায়েন্সেস মেডিক্যাল অ্যাফেয়ার্স ইউনিটের ভাইস প্রেসিডেন্ট মাইকেল ক্র্যামার বলেন, ‘এফডিএ আমাদের কোম্পানির ন্যাজাল স্প্রে অনুমোদন করেছে। এটা দ্রুত আত্মহত্যাপ্রবণ ব্যক্তির ওপরে কাজ করে। আমেরিকার লোকসংখ্যার ১১ থেকে ১২ শতাংশ, অর্থাৎ প্রায় ১ কোটি ৭০ লক্ষ মানুষ এখন ডিপ্রেশনে ভুগছেন।’ ক্র্যামার দাবি করেছেন, যারা তাদের কোম্পানির ন্যাজাল স্প্রে ব্যবহার করেন, তাদের বিষণ্ণতা কমে খুব দ্রুত। ইয়েল বিশ্ববিদ্যালয়ের ডিপ্রেশন রিসার্চ প্রোগ্রামের ডিরেক্টর জেরার্ড সানাকোরা বলেন, ‘রোগীরা যখন গুরুতর ডিপ্রেশনে আক্রান্ত হবেন, তাদের সাহায্য করবে নতুন ন্যাজাল স্প্রে।’

অন্যান্য বিষণ্নতাবিরোধী ওষুধ মস্তিষ্কের সেরোটিনিন বা নোরিপাইনফেরিনের ওপরে কাজ করে। কিন্তু স্প্র্যাভাটো কাজ করে ব্রেনের গ্লুটামেট সিস্টেমের ওপরে। বিজ্ঞানীরা বলছেন, ১৯৮৭ সালের পরে এই প্রথমবার ডিপ্রেশন প্রতিরোধে এত বড় সাফল্য পাওয়া গেলো।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন ট্রাম্প
শিকাগোর নাইটক্লাবের বাইরে গুলিতে নিহত ৪, আহত ১৪
ট্রাম্পের কর বিল নিয়ে চূড়ান্ত ভোট আজ
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি