X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ভ্যাকসিন ছাড়াই করোনামুক্ত ১০০ দিন পার করলো নিউ জিল্যান্ড

বিদেশ ডেস্ক
০৯ আগস্ট ২০২০, ২১:৩৭আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২১:৩৯

বিশ্বে যখন ক্রমশ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে তখন অনন্য নজির গড়ল নিউ জিল্যান্ড। এই প্রথম করোনামুক্ত দেশ হিসেবে ১০০ দিন পার করার রেকর্ড করল দেশটি। ভ্যাকসিন ছাড়াই রবিবার দেশটি করোনামুক্তির এই মাইলফলক অতিক্রম করেছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই দেশে স্বাভাবিক হয়েছে জনজীবন। চালু হয়েছে খেলাধুলা, চলছে রেস্তোরাঁয় গিয়ে খাওয়া-দাওয়ার মতো নিত্য নৈমিত্তিক জীবন। মার্কিন সংবাদমাধ্যম এসোসিয়েটেড প্রেস এখবর জানিয়েছে।

ভ্যাকসিন ছাড়াই করোনামুক্ত ১০০ দিন পার করলো নিউ জিল্যান্ড

করোনা নিয়ন্ত্রণে দেশটির সফলতা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিউ জিল্যান্ডকে করোনা নিয়ন্ত্রণে অন্যদের কাছে উদাহরণ হিসেবে তুলে ধরেছে। নিউ জিল্যান্ডের মোট জনসংখ্যা ৫০ লাখ। ফেব্রুয়ারিতে প্রথম রোগী শনাক্তের পর মোট ১ হাজার ২১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। সর্বশেষ গত ১ মে করোনা রোগী শনাক্ত হয়েছে।

গত ১০০ দিনে নতুন করে করোনায় সংক্রমণের কোনও ঘটনা না ঘটলেও দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলছেন, এ নিয়ে সন্তুষ্টির কোনও সুযোগ নেই।

স্বাস্থ্য দফতরের মহাপরিচালক এশলে ব্লুমফিল্ড বলেন, কমিউনিটি সংক্রমণ ছাড়া ১০০ দিন পাওয়া খুবই গুরুত্বপুর্ণ মাইলস্টোন। কিন্তু যেমনটা আমরা সবাই জানি, আমাদের আত্মতুষ্ট হওয়ার মতো অবস্থা নেই।

তিনি আরও বলেন, নিয়ন্ত্রণ করার পরও বিভিন্ন দেশে কতো দ্রুত ভাইরাসটি পুনরায় ছড়িয়ে পড়ছে তা আমরা দেখেছি। তাই ভবিষ্যতে কোনও সংক্রমণ ঘটলে তা দ্রুততার সঙ্গে নির্মূল করার জন্যে আমাদের প্রস্তুত থাকতে হবে।

নিউ জিল্যান্ডে এখনও ২৩ জন করোনা রোগী রয়েছে। তবে এরা সবাই দেশে প্রবেশকালে সীমান্তে শনাক্ত হয়েছে। তাদের প্রত্যেককে আইসোলেশানে রাখা হয়েছে।

মার্চে যখন করোনার প্রকোপ বাড়তে শুরু করে বিশ্বে তখন থেকেই কঠোর লকডাউন বিধি আরোপ জারি করেছিল  নিউ জিল্যান্ডে। ইউনিভার্সিটি অব ওটাগোর প্রফেসর মাইকেল বেকার বলেন, অত্যন্ত দক্ষ বিজ্ঞান এবং রাজনৈতিক নেতাদের সঠিক নেতৃত্বের ঐক্য বিশ্বের সঙ্গে আমাদের পার্থক্য গড়ে দিয়েছে।  বিশ্বের উচিত নিউ জিল্যান্ডের কাছ থেকে শেখা। পশ্চিমা দুনিয়া সম্পূর্ণ ভুলভাবে এই রোগটিকে পর্যালোচনা করেছে। যার ফল এখন ভুগতে হচ্ছে।

 

/এএ/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
টুভালুর এক-তৃতীয়াংশ মানুষ অস্ট্রেলিয়ার ভিসা প্রত্যাশী
আইইপি বৈশ্বিক শান্তি সূচকে ৩৩ ধাপ পেছালো বাংলাদেশ
সর্বশেষ খবর
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল