X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

জুলাই থেকে করোনার ভ্যাকসিন প্রয়োগ করছে চীন

বিদেশ ডেস্ক
২৫ আগস্ট ২০২০, ০৫:৩১আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০৯:১০

করোনাভাইরাসের একটি পরীক্ষামূলক ভ্যাকসিন গত জুলাই মাস থেকেই বেশি ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতদের ওপর প্রয়োগ শুরু করেছে চীন। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে জানিয়েছেন, সম্মুখসারির মেডিক্যাল কর্মী ও সীমান্ত পরিদর্শকদের ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়েছে। গত ২২ জুলাই এটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন ঝেং ঝংওয়েই নামের ওই কর্মকর্তা। রাষ্টীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি সিনোফার্মের উদ্ভাবিত এই ভ্যাকসিনটির তৃতীয় ধাপের পরীক্ষা এখনও চলছে। তবে চূড়ান্ত ফলাফল পাওয়ার আগেই চীনা আইন অনুসরণ করেই ভ্যাকসিনটি প্রয়োগ করা হচ্ছে বলে দাবি করেছেন ওই কর্মকর্তা। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জুলাই থেকে করোনার ভ্যাকসিন প্রয়োগ করছে চীন

চীনা কর্মকর্তাদের বিশ্বাস এই বছরের শেষ নাগাদ সিনোফার্মের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিনটির চূড়ান্ত অনুমোদন দেওয়া সম্ভব হবে। বর্তমানে এই ভ্যাকসিনটির চূড়ান্ত ধাপের পরীক্ষা সংযুক্ত আরব আমিরাত, পেরু, মরক্কো এবং আর্জেন্টিনায় চলছে। তবে চূড়ান্ত অনুমোদনের আগেই ভ্যাকসিনটি নিজ দেশের সম্মুখসারির কর্মীদের ওপর প্রয়োগ শুরুর কথা জানালেন চীনা কর্মকর্তা।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন কেন্দ্রের পরিচালক ঝেং ঝংওয়েই গত শনিবার সিসিটিভি-২ চ্যানেলের ডায়ালগ অনুষ্ঠানে জানান আইন অনুসরণ করেই ভ্যাকসিনটির প্রয়োগ শুরু হয়েছে। তিনি বলেন, ‘আমাদের দেশের ভ্যাকসিন আইনের ২০ নম্বর ধারায় একটি স্পষ্ট বিধান রয়েছে। যখন বড় ধরণের জনস্বাস্থ্য সংক্রান্ত পরিস্থিতি তৈরি হয়, তখন জাতীয় স্বাস্থ্য কমিশন জরুরি পরিস্থিতিতে ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করে আর রাষ্ট্রীয় খাদ্য ও ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ বিশেষজ্ঞ মূল্যায়নের আয়োজন করে যদি কমিশনের আবেদনের সঙ্গে একমত হয় তাহলে নির্দিষ্ট মাত্রায় এবং নির্দিষ্ট সময়ের জন্য তা ব্যবহারের অনুমোদন দেয়।’ আর ওই আইনি প্রক্রিয়া অনুসরণ করে গত জুলাই মাস থেকে চিকিৎসা কর্মী, মহামারি নিয়ন্ত্রণে নিযুক্ত ব্যক্তি, জ্বর সংক্রান্ত ক্লিনিকের কর্মী এবং শুল্ক ও সীমান্ত কর্মীদের ওপর ভ্যাকসিনটি প্রয়োগ করা হচ্ছে বলেও জানান তিনি।

আগামী শরত ও শীতে নতুন প্রাদুর্ভাব শুরুর আগে পরবর্তী ধাপে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে বলে জানান চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা ঝেং ঝংওয়েই। প্রতিরোধ দেয়াল তৈরির উদ্দেশেই এই ধাপের ভ্যাকসিন প্রয়োগ হবে বলে জানান তিনি। তিনি বলেন, চিকিৎসা কর্মী ও শহরের মূল কর্মকাণ্ডে নিয়োজিত ব্যক্তি যেমন বাজারের কৃষক, পরিবহন ও কিছু শিল্প কারখানার কর্মীদের একবার প্রতিরোধক্ষম করে তুলতে পারলে পুরো শহরের স্থিতিশীলতা নিশ্চিত করা যাবে।

তবে চীনে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত জুন মাসে দেশটির সেনা সদস্যদের ওপর প্রয়োগ করা হয় নিজ দেশে উদ্ভাবিত অপর একটি ভ্যাকসিন।  হংকংভিত্তিক কোম্পানি ক্যানসিনো’র উদ্ভাবিত ভ্যাকসিনটি গত ২৫ জুন এক বছরের জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হয়। ক্যানসিনো উল্লেখ করে, ভ্যাকসিনটি ক্লিনিক্যাল ট্রায়ালে নিরাপদ এবং নভেল করোনাভাইরাসে সৃষ্ট রোগ প্রতিরোধের সম্ভাবনা হাজির করেছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
তাইওয়ানকে হুমকি দেওয়া বন্ধ করুন: উইলিয়াম লাই
রাইসির জন্য খামেনির প্রার্থনা
রাখাইনের বুথিডাউং শহর দখলে নিলো আরাকান আর্মি
সর্বশেষ খবর
তাইওয়ানকে হুমকি দেওয়া বন্ধ করুন: উইলিয়াম লাই
তাইওয়ানকে হুমকি দেওয়া বন্ধ করুন: উইলিয়াম লাই
২০ ঘণ্টা পর মুক্ত সৈয়দপুরের সেই উপজেলা চেয়ারম্যান প্রার্থী
২০ ঘণ্টা পর মুক্ত সৈয়দপুরের সেই উপজেলা চেয়ারম্যান প্রার্থী
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
সর্বাধিক পঠিত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া