X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বেলারুশে অপহরণের শিকার বিক্ষোভকারীদের নেতা

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২০, ০১:২১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১১:১৪

বেলারুশে সরকার বিরোধী বিক্ষোভের অন্যতম এক শীর্ষ নেতার কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানী মিনস্কের কেন্দ্রস্থল থেকে একটি মিনিবাসে মারিয়া কোলেসনিকোভাকে জোর করে তুলে নিয়ে যায় একদল মুখোশধারী। তাকে গ্রেফতারের কথা অস্বীকার করেছে পুলিশ। বিরোধীদের অভিযোগ, বিক্ষোভ দমনে সন্ত্রাসী প্রক্রিয়া ব্যবহার করছে প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকোর সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত সপ্তাহে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন মারিয়া কোলেসনিকোভা

গত ২৬ বছরের শাসনকালে সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকো। গত ৯ আগস্ট দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ ওঠার পর শুরু হয় তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ। টানা চার সপ্তাহ ধরে বিক্ষোভের প্রাথমিক দিনগুলোতে অনড় অবস্থানে থাকলেও সম্প্রতি সংবিধান সংস্কারে নিজস্ব প্রস্তাবনা তুলে ধরে এনিয়ে গণভোটের প্রস্তাব দিয়েছেন তিনি। তা উপেক্ষা করে গত রবিবারও রাজধানী মিনস্ক ছাড়াও বড় বড় কয়েকটি শহরে বিক্ষোভ করেছে বেলারুশের লাখ লাখ মানুষ। এদিন ছয়শ’রও বেশি বিক্ষোভকারীকে  গ্রেফতার করেছে পুলিশ।

১৯৯৪ সাল থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেনকোর বিরুদ্ধে আন্দোলনের জন্য সমন্বয় কাউন্সিল গঠন করেছেন বিরোধী রাজনৈতিক নেতারা। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করেছে বেলারুশ সরকার। লুকাশেনকো সরকারের অভিযোগ সমন্বয় কাউন্সিল গঠন ও এর কার্যক্রমের উদ্দেশ্য হলো ক্ষমতা দখল এবং জাতীয় নিরাপত্তার ক্ষতিসাধন।

ওই সমন্বয় কাউন্সিলে যোগ দেওয়া তিন নারী রাজনীতিবিদের একজন হলেন মারিয়া কোলেসনিকোভা। প্রেসিডেন্ট নির্বাচনের পর বাকি দুই নারী রাজনীতিবিদ ভেরোনিকা তেসেপকালো এবং প্রেসিডেন্ট প্রার্থী স্টেভলানা তিকানোভস্কায়া দেশ ছেড়ে গেলেও বেলারুশে অবস্থান করেই বিক্ষোভে অংশ নিয়ে আসছিলেন মারিয়া কোলেসনিকোভা। গত সপ্তাহে নিজে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন তিনি। রবিবারের বিক্ষোভেও অংশ নেন তিনি।

এক প্রত্যক্ষদর্শী বেলারুশের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সোমবার সকালে একদল মুখোশধারী মারিয়া কোলেসনিকোভার মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে একটি মিনিবাসে তুলে নেয়। এরপর থেকেই তার কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। সরকারি কর্তৃপক্ষ তাকে আটক করেছে বলে দাবি করেছেন স্বেচ্ছা নির্বাসনে থাকা প্রেসিডেন্ট প্রার্থী স্টেভলানা তিকানোভস্কায়া। সমন্বয় কাউন্সিলের কাজে বিঘ্ন ঘটাতেই তাকে আটক করা হয়েছে বলে দাবি করেন তিনি। প্রতিবেশি দেশ লিথুনিয়া থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘তারা (সরকারি কর্তৃপক্ষ) যতবেশি আমাদের ভয় দেখানোর চেষ্টা করবে, ততবেশি মানুষ রাজপথে নেমে পড়বে।’

এদিকে বেলারুশের সমন্বয় কাউন্সিলের তরফে জানানো হয়েছে মারিয়া কোলেসনিকোভা ছাড়াও তাদের প্রেস সেক্রেটারি অ্যান্টন রোদনেনকভ এবং নির্বাহী সম্পাদক ইভান ক্রাভটোসভেরও কোনও খবর পাওয়া যাচ্ছে না। এদের প্রত্যেককেই আটকের কথা অস্বীকার করেছে দেশটির পুলিশ। সমন্বয় কাউন্সিলের বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, বিক্ষোভ দমন করতে প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেনকো এখন সন্ত্রাসী প্রক্রিয়া প্রকাশ্যে ব্যবহার শুরু করেছে।

গত মাসে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেলারুশের বিরোধী নেতা মারিয়া কোলেসনিকোভা বলেন, সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভের লক্ষ্য ক্ষমতা দখল নয় বরং মানুষের মর্যাদা ও আত্মসম্মান ফিরে পাওয়া। নিজের সঙ্গে দেহরক্ষী না রাখার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জানি বাসভর্তি দাঙ্গাপুলিশ যদি আমাদের আটকে দেয় তাহলে কোনও সংখ্যক রক্ষীই কাজে লাগবে না। আমরা সবাই জানি একটি পুলিশি রাষ্ট্র কী করতে সক্ষম।’

/জেজে/বিএ/
সম্পর্কিত
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ