X
বুধবার, ২২ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

গরিব দেশগুলো ভ্যাকসিন পাবে আগামী বছরের শুরুতে: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২০, ২০:৫৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২০:৫৮

বিশ্বজুড়ে একাধিক কোভিড ভ্যাকসিনের শেষ পর্যায়ের ট্রায়াল চলছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র বা ব্রিটেনের মতো দেশ জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছে এবং বিতরণ শুরু করেছে। এমন পরিস্থিতিতে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানালো, গরিব দেশগুলো আগামী বছরের শুরু থেকেই কোভিড ভ্যাকসিন পাবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

গরিব দেশগুলো ভ্যাকসিন পাবে আগামী বছরের শুরুতে: ডব্লিউএইচও

ব্রিটেন ফাইজারের টিকা এবং আমেরিকা ফাইজার ও মডার্নার টিকাকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে। এই টিকার উৎপাদন আগামী দিনে আরও বেশি হবে। কিন্তু ডব্লিউএইচও- এর পক্ষ থেকে যে ভ্যাকসিন মজুত করা হয়েছে সেগুলোর মধ্যে এই দুটি নেই। তবে এই দুই কোম্পানির সঙ্গে কথা চলছে বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

খবরে বলা হয়েছে, ডব্লিউএইচও এবং তার সহযোগী গ্যাভি ভ্যাকসিন আলায়েন্স ও কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সেপি) ইতোমধ্যেই তাদের কোভ্যাক্স ফেসিলিটিতে প্রায় ২ কোটি ভ্যাকসিন মজুত করেছে।

হু, গ্যাভি ও সেপির তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘যে আয়োজনের কথা আজ বলা হয়েছে তা গরিব দেশগুলো ২০২১ সালের প্রথমার্ধেই পাবে। ২০২১ সালের প্রথমার্ধে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে। যেসব দেশ আমাদের কাছে ভ্যাকসিনের আবেদন করেছিল তাদের দেশের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রথমেই আগামী বছরের প্রথমার্ধের মধ্যেই সেই ডোজ পেয়ে যাবেন।’

কোন দেশ ভ্যাকসিন প্রয়োগের জন্য কতটা তৈরি সেটির ভিত্তিতেই এই ভ্যাকসিন পাঠানো হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থার প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান, সুড়ঙ্গের শেষে আলোটা এখন একটু ভালোভাবে দেখা যাচ্ছে। কিন্তু আমরা এই মহামারি তখনই শেষ করতে পারব যখন গোটা বিশ্বের সব দেশে এই ভ্যাকসিন পৌঁছাবে। অর্থাৎ কিছু দেশের সব মানুষকে ভ্যাকসিন দেওয়ার থেকে সব দেশের কিছু মানুষকে ভ্যাকসিন দেওয়া বেশি জরুরি।

২০২১ সালের মধ্যে বিশ্বের ২০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন গেব্রিয়াসিস।

শুক্রবার ডব্লিউএইচও জানিয়েছে, মার্কিন কোম্পানি জনসন অ্যান্ড জনসনের সঙ্গে ৫০ কোটি ভ্যাকসিনের চুক্তি হয়েছে তাদের। এছাড়া অ্যাস্ট্রাজেনেকা, নোভাভ্যাক্স ও সানোফি-জিএসকের সঙ্গেও চুক্তি হয়েছে তাদের।

এর আগে তারা জানিয়েছিল, সুরক্ষিত হলে চীন ও রাশিয়ার ভ্যাকসিন নিতেও কোনও সমস্যা নেই তাদের। অবশ্য এই বিবৃতিতে এ ব্যাপারে কিছু বলা হয়নি।

/এএ/
সম্পর্কিত
করোনার টিকা নিয়ে ৪ বছর ধরে ‘অজানা রোগে’ ভুগছেন সাংবাদিক বিষ্ণু
দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে উদ্বেগ কতটা?
অ্যাস্ট্রাজেনেকার টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কিনা, খতিয়ে দেখার নির্দেশ
সর্বশেষ খবর
আজ বুদ্ধ পূর্ণিমা
আজ বুদ্ধ পূর্ণিমা
৩৩৮ শিক্ষার্থীর ক্ষতির দায় নেবে কে?
৩৩৮ শিক্ষার্থীর ক্ষতির দায় নেবে কে?
হাড্ডাহাড্ডি লড়াই শেষে ময়মনসিংহের ৩ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা
হাড্ডাহাড্ডি লড়াই শেষে ময়মনসিংহের ৩ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা
রাখাইনের দক্ষিণাঞ্চলীয় শহর থেকে সরকারি কর্মীদের সরিয়ে নিচ্ছে মিয়ানমার জান্তা
রাখাইনের দক্ষিণাঞ্চলীয় শহর থেকে সরকারি কর্মীদের সরিয়ে নিচ্ছে মিয়ানমার জান্তা
সর্বাধিক পঠিত
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
বিসিএস বাণিজ্য ক্যাডার সংস্কারে নতুন আদেশ
বিসিএস বাণিজ্য ক্যাডার সংস্কারে নতুন আদেশ
সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান
সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান