X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জার্মানির ইসলামবিরোধী 'পেগিডা’ এবার ব্রিটেনে!

বিদেশ ড্স্কে
০১ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৪২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:২৫

জার্মানির ইসলামবিরোধী 'পেগিডা’ এবার ব্রিটেনে!

জার্মানিতে কিছুদিন আগে বিতর্কিত ইসলামবিরোধী আন্দোলন পেগিডা’র সূচনা হয়েছিল। এবার ব্রিটেনেও এমন আন্দোলন শুরু করার পরিকল্পনা হচ্ছে। এ প্রক্রিয়ার মূল ব্যক্তি হচ্ছেন উগ্র-দক্ষিণপন্থী সংগঠন ইংলিশ ডিফেন্স লিগ (ইডিএল)-এর নেতা টমি রবিনসন। পুরো পরিকল্পনা বাস্তবায়নে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন তিনি।
আগামী সপ্তাহে ব্রিটেনের বার্মিংহাম শহরে এক সমাবেশ ও প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছেন টমি রবিনসন। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বিষয়টি নিয়ে সেখানকার মুসলিমদের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে।
৩৩ বছরের টমি রবিনসন ব্রিটেনে একজন বিতর্কিত ব্যক্তি। তিনি এর আগে বাড়ি কেনার জন্য ব্যাংক ঋণ নিয়ে জালিয়াতি এবং পাসপোর্ট সংক্রান্ত অপরাধের জন্য জেল খেটেছেন। পরে আবার ইডিএল ছেড়ে কিছুদিন চরমপন্থাবিরোধী সংস্থা কুইলিয়াম ফাউন্ডেশনের সঙ্গেও জড়িত ছিলেন।
অভিবাসন এবং ইসলামের বিরুদ্ধে জার্মানিতে ড্রেসডেন এবং কোলনের মতো শহরগুলোয় পেগিডা যেসব সাপ্তাহিক বিক্ষোভ করে থাকে; তাতে মধ্যবিত্ত শ্রেণীর হাজার হাজার মানুষ যোগ দিয়ে থাকেন।

এই পেগিডাকে ব্রিটেনে নিয়ে আসার চেষ্টা এর আগেও হয়েছিল তবে তা সাফল্য পায়নি।

ব্রিটেনের অভিবাসনবিরোধী উগ্র দক্ষিণপন্থী সংগঠন ইংলিশ ডিফেন্স লিগের প্রতিষ্ঠাতা টমি রবিনসন মনে করছেন, এই আন্দোলন ব্রিটেনেও মধ্যবিত্ত শ্রেণীকে আকৃষ্ট করতে পারে।

তার দাবির মধ্যে আছে, ব্রিটেনে মুসলিম অভিবাসন বন্ধ করা, প্রকাশ্যে বোরকা পরা এবং নতুন মসজিদ নির্মাণ নিষিদ্ধ করা।

টমি রবিনসনের প্রতিষ্ঠিত ইংলিশ ডিফেন্স লিগ উচ্ছৃঙ্খল আচরণ এবং মাতলামিপ্রসূত সহিংসতার জন্যে কুখ্যাত হয়ে উঠেছিল। এখন পেগিডা আন্দোলনকে ব্রিটেনে আমদানি করার এই চেষ্টাকে সংশয় ও উৎকণ্ঠার সঙ্গে দেখছেন ব্রিটেনের মুসলিমরা।

বার্মিংহামের একটি ওয়ার্ডের মুসলিম কাউন্সিলর ওয়াসিম জাফর। তিনি চান পেগিডার এই সমাবেশ নিষিদ্ধ করা হোক। তার ভাষায়, টিম রবিনসন ইসলাম সম্পর্কে তার বিকৃত মত প্রচার করে বর্ণবাদী ঘৃণা ছড়াচ্ছেন এবং সমাজে বিভক্তি সৃষ্টি করছেন।

রবিনসন অবশ্য এসব সমালোচনা প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি মুসলিমবিদ্বেষী নন।

রেসপেক্ট পার্টির সাবেক নেতা সালমা ইয়াকুব বলেন, রবিনসনের মধ্যে কোনও পরিবর্তন হয়নি। তিনি মুসলিমদের সম্পর্কে যা বলছেন তাতে বরং কেউ কেউ উগ্রপন্থার দিকে আকৃষ্ট হতে পারে। সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/

সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা