X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

নেপালের নিখোঁজ বিমান মিয়াগদিতে বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩৯
image

তারা এয়ারলাইন্সের বিমান ২৩ আরোহী নিয়ে নেপালের পশ্চিম পার্বত্য অঞ্চলে নিখোঁজ হওয়া তারা এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়েছে। চার ঘণ্টার অনুসন্ধান অভিযানের পর মিয়াগদি জেলার সোলি গোপতেভির এলাকার একটি জঙ্গলে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির বিমান চলাচল মন্ত্রী আনন্দ প্রসাদ পোখারেল। নেপালি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস সব আরোহীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে।  বিমানের ২৩ আরোহীর মধ্যে তিনজন কেবিন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে একজন চীনা নাগরিক এবং একজন কুয়েতি নাগরিক ছিলেন।
বুধবার, তারা এয়ার পরিচালিত টুইন অটার বিমানটি পোখারা থেকে পর্বতারোহণের অঞ্চল জমসমের দিকে যাচ্ছিল। নেপালের বিমান কর্মকর্তাদের একজন জানান,উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হেলিকপ্টারের মাধ্যমে টহল দিয়ে বিমানটি খোঁজা হচ্ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সোলি গোপতেভির স্থানীয়রা বিমানটির ঝলসে যাওয়া ধ্বংসাবশেষ খুঁজে পান।  বিমান খুঁজে পাওয়ার খবর নিশ্চিত করে আনন্দ প্রসাদ ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে বলেন, ‘মিয়াগদির সোলি গোপতেভির এলাকায় পুরোপুরি পুড়ে যাওয়া অবস্থায় বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। ধ্বংসাবশেষের আশেপাশে মরদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।’
তারা এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানে থাকা যাত্রীদের নামের তালিকা

রাজধানী কাঠমুন্ডু থেকে ২শ কিলোমিটার পশ্চিমে পর্যটন শহর পোখারার অবস্থান। আর সেখান থেকে উত্তরে অবস্থিত জমসন। অনেক মানুষই হিমালয়ে আরোহণের জন্য জমসন পয়েন্টটি ব্যবহার করে থাকেন। তবে এ দুই এলাকার মাঝে কোনও অবতরণ এলাকা নেই।
নেপালের বিমান পরিচালনা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থার দিক দিয়ে প্রচণ্ড ঘাটতি থাকার রেকর্ড রয়েছে। ২০১৩ সালে ইউরো অঞ্চলে নেপালি এয়ারলাইন্সগুলোর উড্ডয়ন নিষিদ্ধ করা হয়। ১৯৪৯ সাল থেকে নেপালে এ পর্যন্ত ৭০টিরও বেশি বিমান দুর্ঘটনা হয়েছে। আর এসব ঘটনায় নিহত হয়েছে ৭শ জনেরও বেশি মানুষ। সূত্র: বিবিসি, হিন্দুস্তান টাইমস, হিমালয়ান টাইমস

/এফইউ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক