X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কেরালায় নিহতের সংখ্যা বেড়ে ১১২

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০১৬, ০৯:৩৪আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ০৯:৩৮

ভারতের কেরালা রাজ্যের মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় প্রায় ৪০০ মানুষ আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শনে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ঘটনার পর থেকে মন্দির কর্তৃপক্ষ পলাতক রয়েছে। ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার রাজধানী থিরুভানান্তাপুরমের ৬০ কিলোমিটার দূরবর্তী কোল্লাম জেলার পারাভর পুত্তিঙ্গাল দেবী মন্দিরে রবিবার ভোরে এ অগ্নিকাণ্ড হয়। একটি ধর্মীয় উৎসবের আতশবাজি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে পুলিশ জানিয়েছে।

অগ্নিকাণ্ডের পর উদ্ধার তৎপরতা

হামলায় হতাহতের সংখ্যা ও অবস্থা

ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ পর্যন্ত ১১২ জনের প্রাণহানির খবর দিয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৪০০ মানুষ আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা অবনতিশীল হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা যান অনেকে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে ৫৬ জনকে শনাক্ত করা গেছে।  আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পারাভর এবং থিরুভানান্তাপুরম মেডিক্যাল কলেজ হাসপাতালেই সবচেয়ে বেশি আহত মানুষ চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

ঘটনাস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রবিবারই বিশেষজ্ঞ ডাক্তারদের একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানকার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন তিনি। মোদি বলেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছি।’ অগ্নিকান্ডে গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন মোদি।

অগ্নিকাণ্ডের পর দুর্ঘটনাস্থল পরিদর্শনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পলাতক মন্দির কর্তৃপক্ষ

অগ্নিকাণ্ডের পর থেকে মন্দির কর্তৃপক্ষ পলাতক রয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, বেআইনি আতশবাজি ফাটানোর জন্য শাতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। এরপর থেকে মন্দির কর্তৃপক্ষকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস

ভারতীয় প্রধানমন্ত্রী প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে সরকারের এক মুখপাত্র বার্তা সংস্থা এএনআই-কে জানিয়েছেন। আর কেরালার মুখ্যমন্ত্রী উম্মেন চণ্ডি প্রত্যেক নিহতের পরিবারকে ১০ লাখ রুপি এবং প্রত্যেক আহতকে চিকিৎসার জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীদের কেরালায় আসা সম্পর্কে তিনি বলেন, ’আমরা খুশি যে তারা আমাদের কষ্ট ভাগ করে নিতে এখানে আসছেন।’ তিনি আরও জানান, মন্ত্রীসভার বিশেষ বৈঠকের পর বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটি ৬ মাসের মধ্যে প্রতিবেদন পেশ করবে বলেও তিনি উল্লেখ করেন।

কী ঘটেছিল ওই মন্দিরে

ওই মন্দিরে একটি উৎসবকে ঘিরে ১০ থেকে ১৫ হাজার মানুষ সমবেত হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মন্দিরে রাতভর বাজি ফাটছিল। হঠাৎ বাজির আগুনের ফুলকি গিয়ে পড়ে মন্দির চত্বরে জমা করে রাখা আতশবাজির স্তূপে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা মন্দির ও মন্দির চত্বরে। আতঙ্কিত মানুষেরা পালিয়ে বাঁচার চেষ্টা করেন। কিন্তু ততোক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। বাজির বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে মন্দিরের ছাদের একাংশ ভেঙে পড়ে।

বিমানবাহিনীর চারটি হেলিকপ্টারও উদ্ধারকাজে যোগ দেয়। বিপর্যয় মোকাবেলা বাহিনী, পুলিশ এবং দমকল দমকল কর্মীরা কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে জানিয়েছে প্রশাসন। ধ্বংসসূপের নীচে কেউ আটকে আছেন কিনা তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল।

অগ্নিকাণ্ডের পর বিমর্ষ স্থানীয় অধিবাসীরা

পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নজরদারি করছেন। বিরোধীদলীয় নেতা ভি এস অচ্ছুতানন্দনও নির্বাচনী প্রচারণা বন্ধ রেখে কোল্লাম পৌঁছান। এর আগে রাজ্যের গৃহমন্ত্রী রমেশ চেন্নিলাল জানিয়েছেন, হতাহতদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ওই ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়া হবে। ইতোমধ্যে আতশবাজি সরবরাহকারী সুরেন্দ্রনের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ তবে তাকে আটক করা সম্ভব হয়নি। সূত্র: দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/

সম্পর্কিত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
সর্বশেষ খবর
খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন
খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস যোদ্ধাসহ ৫ ফিলিস্তিনি নিহত
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস যোদ্ধাসহ ৫ ফিলিস্তিনি নিহত
তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি অব্যাহত
তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি অব্যাহত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি