X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

৩ বার সতর্কতামূলক বার্তা পেয়েও আমলে নেয়নি ফিলিপাইনের ব্যাংক

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০১৬, ১৫:৩০আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৬:০৬
image

বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি এবং বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজের উপস্থিতিতে ফিলিপাইনের সিনেট কমিটি জানিয়েছে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সাইবার ডাকাতির পরে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক থেকে আরসিবিসি-র কাছে ৩টি সতর্কতামূলক মেসেজ পাঠানো হয়, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। এর বিপরীতে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি) কর্তৃপক্ষ ওই অর্থ চুরির জন্য উল্টো বাংলাদেশকেই দোষারোপ করেছে। তাদের দাবি, বাংলাদেশের সুইফট সিস্টেমে সমস্যা রয়েছে। আর যে ৩টি সতর্কতামূলক বার্তা (মেসেজ) বাংলাদেশের তরফে পাঠানো হয়েছে, তা ছিল নরমাল প্রায়োরিটির। 

বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ (বামদিক থেকে তৃতীয়)

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ৮১ মিলিয়ন ডলার পাচার হওয়া নিয়ে সিনেট শুনানিতে ওই অর্থপাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো তিনটি সতর্কতামূলক মেসেজ তুলে ধরে আরসিবিসি-কে অভিযুক্ত করে ব্লু রিবন কমিটি। একটি মেসেজে বলা হয়, ‘আপনাদের অবহিত করা হচ্ছে, এই লেনদেনটি সন্দেহজনক। ওই অর্থ উত্তোলন বন্ধ করার জন্য আপনাদের অনুরোধ করা হলো। ব্যাংক অ্যাকাউন্টটিতে অর্থ বরাদ্দ করা হয়ে থাকলে ওই অ্যাকাউন্ট জব্দ করে যথাযথ তদন্তের অনুরোধ করা হলো। আমরা মনে করি, ওই লেনদেনটি অর্থপাচার আইনের আওতায় অভিযুক্ত।’

আরও পড়ুন: ‘আমরা টাকা ফেরত পেলাম কোথায়, টাকাতো এখনও ফিলিপাইনের ভল্টে’

১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক থেকে সুইফট সিস্টেমের মাধ্যমে আরসিবিসি-র কাছে আরেকটি মেসেজ পাঠানো হয় – ‘অতি গুরুত্বপূর্ণ। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে, এটি অবৈধভাবে আমাদের সুইফট সিস্টেম ব্যবহার করে একটি প্রতারণাপূর্ণ লেনদেন। তাই অর্থ উত্তোলন বন্ধ করার জন্য আপনাদের অনুরোধ করা হলো। ব্যাংক অ্যাকাউন্টটিতে অর্থ বরাদ্দ করা হয়ে থাকলে অ্যাকাউন্টটি জব্দ করে ওই অর্থ অ্যাকাউন্ট নং ২১০৮৩১৯০-এ ফেরত পাঠানোর অনুরোধ করা হলো।’

সেলিয়া ফার্নান্দেজ এস্তাভিলো

মঙ্গলবার সিনেট শুনানিতে আরসিবিসি-র আইনি প্রধান সেলিয়া ফার্নান্দেজ এস্তাভিলো দাবি করেছেন, যে সুইফট সিস্টেম থেকে মেসেজ পাঠানো হয়েছিল, তাতে ‘নরমাল প্রায়োরিটি’ দেওয়া ছিল এবং তা ‘অননুমোদিত ফরম্যাটে’ পাঠানো হয়। তাই তা ব্যাংক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেনি। তিনি বাংলাদেশ ব্যাংকের সুইফট সিস্টেম ‘আপডেটেড নয়’ বলে উল্লেখ করে বাংলাদেশের কাঁধে দোষ চাপানোর চেষ্টা করেন।

আরও পড়ুন: আরসিবিসি ব্যাংকের প্রেসিডেন্ট ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও জড়িত!

তবে ব্লু রিবন কমিটির চেয়ারম্যান সিনেটর তেওফিস্তো গুইনগোনা আরসিবিসি-র পুরো প্রক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “আপনারা কি ওই মেসেজ পড়ে দেখেছিলেন যে, তাতে সতর্কতামূলক তথ্য ছিল কিনা। সেখানে লেখাছিল, ‘অতি গুরুত্বপূর্ণ’।” তিনি আরও বলেন, ‘আমি মনে করি, এটা অনেকটাই পরিষ্কার। আমি ব্যাংকার নই। কিন্তু আমার কাছে পুরো বিষয়টাই পরিষ্কার।’

তেওফিস্তো গুইনগোনা

ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের স্যাটেলমেন্ট সার্ভিসেস ডিভিশনের ভারপ্রাপ্ত ম্যানেজার নেনিতা কাদাপান জানিয়েছেন, সুইফট সিস্টেম ব্যবহার করে বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো মেসেজে কোডের কারণেই বোঝা যাবে যে, এটি কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো মেসেজ। তাতে বাংলাদেশ ব্যাংকের নামও উল্লেখিত থাকে। আর তা না বোঝার কথা নয়।  

সিনেট শুনানিতে আরসিবিসি কর্তৃপক্ষ সন্দেহজনক লেনদেন বন্ধ না করার জন্য ব্যাংকটির জুপিটার ব্রাঞ্চের ম্যানেজার মাইয়া সান্তোস দিগুইতোকেও অভিযুক্ত করেন। কিন্তু এর বিপরীতে দিগুইতো জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক থেকে লেনদেন বন্ধের অনুরোধ জানিয়ে বার্তা প্রেরণের পর তিনি আরসিবিসি-র ট্রেজারার রাউল ভিক্টর তানকে এ বিষয়ে করণীয় সম্পর্কে পরামর্শ চান। তখন রাউল তাকে ফোনে বলেছিলেন, ‘এটা আমাদের সমস্যা না। এটা বাংলাদেশের সমস্যা।’

রাউল ভিক্টর তান

রাউল তান তার বিবৃতিতে স্বীকার করেছেন যে, তিনি দিগুইতোর সঙ্গে কথা বলেছেন। তবে ওই কথোপকথনের বিষয় সম্পর্কে তিনি মনে করতে পারছেন না বলে উল্লেখ করেন।

আরও পড়ুন: ফিলিপাইনের ব্যাংকের অভ্যন্তরীণ তদন্ত প্রশ্নবিদ্ধ

উল্লেখ্য, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাকড করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা ৮১ মিলিয়ন মার্কিন ডলার অর্থ চুরি করে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করে। সেখান থেকে ওই অর্থ ফিলিপিনো পেসোতে রূপান্তরের পর দুটি ক্যাসিনোতে পাঠানো হয়। সূত্র: ইনকোয়ারার।

/এসএ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই