X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

‘আইএসের খিলাফত প্রতিষ্ঠার স্বপ্ন ব্যর্থ হবে’

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০১৬, ১৭:৩৪আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৭:৩৪
image

পতাকা হাতে এক আইএস সদস্য আরব দেশগুলোর অধিকাংশ তরুণ নাগরিক মনে করেন, মধ্যপ্রাচ্যে এই মুহূর্তের সবচেয়ে বড় সমস্যা হলো সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএস। তবে তারা মনে করেন, আইএসের খিলাফত প্রতিষ্ঠার স্বপ্ন ব্যর্থ হবে। নতুন এক
জরিপের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ  খবর জানিয়েছে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা পেন শোয়েন বারল্যান্ড ওই জরিপটি পরিচালনা করে। আরব ইয়ুথ সার্ভে ২০১৬-এ ১৮ থেকে ২৪ বছর বয়সী ৩ হাজার ৫০০ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। মধ্যপ্রাচ্যের ১৬টি দেশে জরিপ চালানো হয়। দেশগুলো হলো – আলজেরিয়া, বাহরাইন, মিশর, ইরাক, জর্দান, কুয়েত, লেবানন, লিবিয়া, করক্কো, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তিউনিশিয়া, সংযুক্ত আরব আমিরাত, এবং ইয়েমেন।
আরও পড়ুন: সিরিয়ায় যুক্তরাজ্যের আইএস বিরোধী বিমান হামলা শুরু
নতুন জরিপ অনুযায়ী, আরব তরুণদের বেশিরভাগই আইএসের কর্মকাণ্ডের বিরোধী। এদের অন্তত ৮০ শতাংশ আইএস সমর্থনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। এমনকি আইএস যদি তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে সরে আসে তারপরও তাদের সমর্থন না দেওয়ার অঙ্গীকারের কথা জানিয়েছেন অধিকাংশ আরব তরুণ।
জরিপের তথ্যে দেখা যায়, আরব তরুণদের প্রতি ৪ জনের মধ্যে তিনজনই আইএসের বিস্তৃতি সম্পর্কে অবগত। তবে আইএসের সাফল্যের ব্যাপারে আশাবাদী প্রতি ৬ জন তরুণের মধ্যে মাত্র একজন।

সিরিয়ার রাকায় টহল দিচ্ছেন আইএস সদস্যরা

গত বছর ৩৭ শতাংশ আরব তরুণ মনে করতেন, আরবের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রধান বাধা আইএস। এবার এই হার বেড়ে দাঁড়িয়েছে ৫০ এ, এখন ৫০ শতাংশ আরব তরুণ আইএসকে আরবের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি মনে করেন। আর গত বছর ১৯ শতাংশ আরব আইএসকে বিশেষ বাস্তবতায় সমর্থন দেওয়ার কথা জানালেও সেই হার কমে এবার দাঁড়িয়েছে ১৩তে। এখন কেবল ১৩ শতাংশ আরব আইএসকে শর্তযুক্ত সমর্থন দিতে রাজি আছেন যদি তারা সহিংসতার পথ পরিহার করেন। আরও পড়ুন: ‘সিরীয় শিশুদের লেবাননে দাসের মতো শ্রমে বাধ্য করা হচ্ছে’

আরব তরুণদের এক চতুর্থাংশ মনে করেন, চাকরি আর সুযোগের সাম্যের অভাবেই তরুণরা আইএসের প্রতি ঝুঁকছে।

আইএস

জরিপে অংশগ্রহণকারীদের ৫৩ শতাংশ মনে করেন, গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার চেয়েও স্থিতিশীলতা বেশি জরুরি। মাত্র ২৮ শতাংশ গণতান্ত্রিক ব্যবস্থার প্রচারণার পক্ষে মত দেন। এর আগে ২০১১ সালে ‘আরব বসন্ত’-এর সময়ে চালানো জরিপে দেখা যায় যে, ৯২ শতাংশ তরুণ আরব গণতান্ত্রিক ব্যবস্থার প্রচারণার পক্ষে মত দেন। আরও পড়ুন: সিরিয়ায় আইএসের হাতে নিহত ২১ খ্রিস্টান

জরিপ চালানো ১৬টি দেশের মধ্যে ৮টিতেই বেকারত্বকে আইএস থেকেও বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। কর্মক্ষেত্রের অপ্রতুলতাই সন্ত্রাসী কর্মকাণ্ডে নিয়োগের প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে। ১৫ থেকে ২৪ বছর বয়সী আরবদের এক-চতুর্থাংশই কর্মহীন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন-এর মতে, প্রায় সাড়ে সাত কোটি তরুণ আরব বেকার। সূত্র: দ্য গার্ডিয়ান, টাইমস অব ইন্ডিয়া

/এফইউ/বিএ/

সম্পর্কিত
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
পাকিস্তানে ভূপাতিত ভারতের ইসরায়েলি ড্রোন সম্পর্কে যা জানা গেলো
গাজা ইস্যুতে গোপন পরিকল্পনা নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: রয়টার্স
সর্বশেষ খবর
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
তিব্বতে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
তিব্বতে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
দিনাজপুরের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
এক্স-রে ও সিটিস্ক্যান করাতে ভোগান্তির শিকার রোগীরা
ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ফিল্ম সংকটএক্স-রে ও সিটিস্ক্যান করাতে ভোগান্তির শিকার রোগীরা
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল