অস্ট্রেলিয়ার নিকটবর্তী নাউরু দ্বীপের আশ্রয়কেন্দ্রে এক ইরানি অভিবাসন প্রত্যাশী আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। অপরাধ স্বীকার করায় তাকে অর্থদণ্ড দেওয়া হয়।
সাম নেমাতি নামের ওই ব্যক্তি গত দুই বছর ধরে আশ্রয়কেন্দ্রে রয়েছেন। তার একটি আট বছরের কন্যাশিশুও আছে। তাকে ও তার কন্যাকে আশ্রয়কেন্দ্র থেকে সরানোর চেষ্টা করা হলে তিনি আত্মহত্যার উদ্যোগ নেন।
অপরাধ স্বীকার করলে নেমাতিকে ২০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়।
প্রসঙ্গত, নাউরু দ্বীপ আগে অস্ট্রেলিয়া প্রশাসনের অধীন থাকলেও ১৯৬৮ সালে স্বাধীনতা পায়। অস্ট্রেলিয়ার আর্থিক সহায়তায় সেখানে অভিবাসীদের জন্য আশ্রয়কেন্দ্র চালানো হয়।নাউরুতে ১৮৯৯ সালের কুইন্সল্যান্ড ক্রিমিনাল কোড অনুযায়ী আত্মহত্যার চেষ্টা একটি দণ্ডনীয় অপরাধ। সূত্র: বিবিসি
/ইউআর/বিএ/