গত ১ হাজার বছরের ইতিহাসে এই প্রথমবারের মত প্রাচীন একটি মসজিদের ভেতরে প্রবেশ করার অধিকার পেতে যাচ্ছেন ভারতের কেরালা রাজ্যের মুসলিম নারীরা। রবিবার প্রথমবারের মত প্রাচীন স্থাপত্যের অসাধারণ নিদর্শন কোট্টায়ামের জুমা মসজিদের প্রবেশদ্বার নারী দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।
মসজিদটি দেখতে হাজার হাজার নারী কোট্টায়াম শহরের কেন্দ্রে মিনাচিল নদীর তীরে অবস্থিত ওই মসজিদে ভিড় করেন। কেরালার বাইরে থেকে, এমনকি ভারতের বাইরের অনেক নারী পর্যটকও মসজিদটি দেখতে আসেন।স্থানীয় সূত্র জানায়, ২৪ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত প্রতিদিন নারী দর্শনার্থীদের জন্য মসজিদটি খুলে দেওয়া হবে।
অ্যাডভোকেট নওয়াব মুল্লাদম বলেন, ‘এই মসজিদটি ১ হাজার বছরের পুরানো। এর বাইরে ও ভেতরে যে সব কাঠের কাজ আছে তা প্রাচীন স্থাপত্যের নিদর্শন। আমাদের নারীরা কোনদিনই এই সৌন্দর্য দেখেননি। তাই মসজিদ কমিটি সিদ্ধান্ত নিয়েছে কিছুদিনের জন্য মসজিদটি নারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।’
দর্শনার্থী ফাতিমা বলেন, ‘অনেক ঐতিহাসিক মসজিদের সামনে দাঁড়িয়ে অনেকবার মনে হয়েছে, যদি ভেতরে যেতে পারতাম, নামাজ পড়তে পারতাম! কোনদিন এই আকাঙ্খা প্রকাশ করারও সাহস হয়নি।এই মসজিদটি দেখার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।’
সূত্রঃ দ্য হাফিংটন পোস্ট
/ইউআর/