X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২
ইউনেস্কোর প্রতিবেদন

প্রতি চার দিনে খুন হন এক সাংবাদিক, বেশিরভাগ ক্ষেত্রে দোষীদের বিচার হয়নি

আন্তর্জাতিক ডেস্ক
০২ নভেম্বর ২০২৪, ১৭:১৫আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৩:০১

সারা বিশ্বে আগের দুই বছরের তুলনায় ২০২২-২৩ সালে সাংবাদিকদের হত্যার সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে বেশিরভাগ সাংবাদিক হত্যার ঘটনায় বিচার হয়নি বলে জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো)। শনিবার (২ নভেম্বর) ইউনেস্কোর প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত দুই বছরে বিশ্বে গড়ে প্রতি চার দিনে একজন সাংবাদিক নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২-২৩ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে খুন হয়েছেন  ১৬২ জন সাংবাদিক। এই সংখ্যা আগের দুই বছরের তুলনায় ৩৮ শতাংশ বেশি। একে ‘উদ্বেগজনক’ বলেছে ইউনেস্কো।

ইউনেস্কোর মহাপরিচালক আদ্রে আজুলে বলেছেন, ‘২০২২-২৩ সালে শুধু সত্য অনুসন্ধানে নিজেদের মহাগুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে প্রতি চার দিনে একজন সাংবাদিক খুন হয়েছেন।’

‘সাংবাদিক হত্যার মতো অপরাধের বিচারহীনতা বন্ধে’ আরও বেশি উদ্যোগ নিতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার জাতিসংঘ-স্বীকৃত সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা অবসানের আন্তর্জাতিক দিবস।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি সাংবাদিক খুন হয়েছেন লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে, ২ বছরে ৬১ জন। আর উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপ সবচেয়ে কম ছয়জন সাংবাদিক নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৭ সালের পর ২০২৩ সালে প্রথমবারের মতো নিহত সাংবাদিকদের একটি বড় অংশ যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন। ওই বছর খুন হয়েছেন ৪৪ জন সাংবাদিক যা মোট হত্যাকাণ্ডের ৫৯ শতাংশ।

২০২২-২৩ সালে নিহত সাংবাদিকদের মধ্যে ১৪ জন নারী, যা মোট মৃত্যুর ৯ শতাংশ। তাদের মধ্যে অন্তত ৫ জনের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।

সাংবাদিক খুনের প্রায় সব ঘটনাই বিচারহীন থেকে গেছে। প্রতিবেদন অনুযায়ী, ৮৫ শতাংশ মামলাতেই কোনো সমাধানে পৌঁছানো যায়নি বা পরিত্যক্ত হয়েছে।

এছাড়া গত দুই বছরে যুদ্ধের খবর করতে গিয়ে নিহতদের মধ্যে ৮৬ শতাংশই স্থানীয় সাংবাদিক। ২০২৩ সালে ফিলিস্তিনে কর্মরত অবস্থায় ২৪ জন সাংবাদিক নিহত হয়েছে যা সবচেয়ে বেশি।

যদিও প্রতিবেদনে ২০২৪ সালের সাংবাদিক মৃত্যুর তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি। তবে গত বছরের অক্টোবর থেকে গাজা, ইসরায়েল এবং লেবাননে নিহত সাংবাদিকদের সংখ্যা ১৩৫ জন ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। 

/এস/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ঢাকায় আসছে কানাডার ব্যবসায়িক প্রতিনিধিদল
ঢাকায় আসছে কানাডার ব্যবসায়িক প্রতিনিধিদল
গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’