X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা দাবি না মানলে প্রতিশোধের হুমকি রাশিয়ার

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২২, ২১:০৬আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ২১:০৬

যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা যদি নিরাপত্তা দাবি না মানে এবং আগ্রাসী নীতি অব্যাহত রাখে তাহলে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া। সীমান্তে সেনা মোতায়েন করে ইউক্রেন দখলের পরিকল্পনা করছে রাশিয়া- পশ্চিমাদের এমন অভিযোগের মধ্যে বুধবার এই হুমকি দিলো রাশিয়া। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

রাশিয়া বারংবার ইউক্রেন দখল বা দেশটিতে হামলার পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো ও তাদের মিত্ররা আশঙ্কা করছেন, ইউক্রেন সীমান্তে প্রায় ১ লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। অঞ্চলে একাধিক যুদ্ধ শুরু করতে পারে মস্কো।

এই অচলাবস্থার প্রাণকেন্দ্রে রয়েছে ইউক্রেনের ভবিষ্যৎ। রাশিয়া নিশ্চয়তা দাবি করেছে যাতে করে কোনও সাবেক সোভিয়েত দেশকে ন্যাটোর সদস্য করা হবে না। এছাড়া সাবেক সোভিয়েত দেশগুলোতে থাকা ন্যাটো সেনাদের প্রত্যাহার করতে হবে। এমন পরিস্থিতিতে অনেকে আশঙ্কা করছেন এই অচলাবস্থা যুদ্ধে গড়াতে পারে।

বুধবার আইনপ্রণেতাদের সঙ্গে আলাপকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবিগুলোর বিষয়ে লিখিত বক্তব্য পাওয়ার পর পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে তিনি ও শীর্ষ কর্মকর্তা প্রেসিডেন্ট পুতিনকে পরামর্শ দিয়েছেন।

এই সপ্তাহে এই লিখিত অবস্থান পেতে পারে রাশিয়া। যদিও যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা এরইমধ্যে স্পষ্ট করেছেন তারা রাশিয়ার গুরুত্বপূর্ণ দাবি মেনে নেবে না।  

ল্যাভরভ বলেন, পশ্চিমারা যদি আগ্রাসী আচরণ অব্যাহত রাখে, মস্কো প্রয়োজনীয় প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করবে।

রাশিয়া যুক্তরাষ্ট্রের অপেক্ষায় থাকলেও রুশ পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন তারা অনির্দিষ্টকাল বসে থাকবেন না। বলেন, আমাদের প্রস্তাব সীমাহীন আলোচনায় ডুবে যেতে দেব না আমরা।

আইনপ্রণেতারা ল্যাভরভের কাছে জানতে চান, প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে রাশিয়া কি কিউবা, ভেনেজুয়েলা ও নিকারাগুয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াবে। তিনি সরাসরি উত্তর না দিয়ে জানান, এই দেশগুলোর সঙ্গে মস্কোর সম্পর্ক রয়েছে এবং তা আরও গভীর করা চেষ্টা চলছে।

/এএ/
সম্পর্কিত
ব্যাংকারদের সঙ্গে ইহুদি চরিত্র ‘শাইলক’-এর তুলনা করে তোপের মুখে ট্রাম্প
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
তালেবানের সঙ্গে রাশিয়ার সম্পর্কোন্নয়নকে স্বাগত জানাল চীন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল