X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বাইডেনের সহায়তা চাইলেন রাশিয়ায় আটক মার্কিন বাস্কেটবল তারকা

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুলাই ২০২২, ১৯:৩৩আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৯:৩৩

মার্কিন বাস্কেটবল সুপারস্টার ব্রিটনি গ্রাইনার সাহায্য চেয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি দিয়েছেন। চার মাসের বেশি সময় ধরে রাশিয়ায় আটক থাকা গ্রাইনারের বিরুদ্ধে মাদকের অভিযোগ এনেছে মস্কো।

সোমবার হোয়াইট হাউজে পৌঁছেছে ব্রিটনি গ্রাইনারের চিঠি। এতে তিনি আর কখনো হয়তো মার্কিন ভূমিতে ফিরতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছেন। সরকারি কর্মকর্তারা ফিনিক্স মার্কারি দলের এই খেলোয়াড়ের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন।

সোমবার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র বলেন, ‘ব্রিটনি গ্রিনারসহ বিদেশে জিম্মি বা অন্যায়ভাবে আটক থাকা সব মার্কিন নাগরিককে মুক্ত দেখার প্রয়োজনীয়তা সম্পর্কে স্পষ্ট বলেছেন প্রেসিডেন্ট বাইডেন’। মার্কিন কর্তৃপক্ষ আরও জানিয়েছে ‘তাকে বাড়ি ফিরিয়ে আনতে হাতে থাকা সব উপায় ব্যবহার করে মরিয়া হয়ে’ কাজ করছে।

ব্রিটনি গ্রাইনারের চিঠিটির বেশিরভাগই গোপন রাখা হয়েছে। তবে এর প্রকাশ পাওয়া সারাংশে আটক অবস্থায় তার মানসিক পরিস্থিতি প্রকাশ্যে এসেছে। তিনি লিখেছেন, ‘আমি এখানে রাশিয়ার কারাগারে বসে আছি, একা একা আমার চিন্তাভাবনা নিয়ে এবং আমার স্ত্রী, পরিবার, বন্ধুবান্ধব, অলিম্পিক জার্সি বা কোনও অর্জনের সুরক্ষা ছাড়াই, আমি আতঙ্কিত যে আমি এখানে চিরকাল থাকতে পারি’।

তিনি আরও লিখেছেন, ‘আমি আমার স্ত্রীকে অনুভব করছি!আমি আমার পরিবারকে অনুভব করি! আমি আমার সতীর্থদের মিস করি! তারা এই মুহূর্তে এত কষ্ট পাচ্ছে জেনে আমার মারা যাওয়ার অনুভূতি হচ্ছে। এই মুহূর্তে আপনি আমাকে বাড়িতে ফিরতে যা করতে পারেন তার জন্য আমি কৃতজ্ঞ’। চিঠিতে ভিয়েতনাম যুদ্ধে বাবার অংশগ্রহণের কথা প্রেসিডেন্টকে স্মরণ করিয়ে দেন ব্রিটনি গ্রাইনার।

গত ১৭ ফেব্রুয়ারি মস্কোর শেরেমিটিয়েভো বিমানবন্দরে আটক হন ব্রিটনি গ্রাইনার। তার লাগেজে গাঁজার তেল পাওয়ার অভিযোগ তোলে রুশ কর্তৃপক্ষ। বর্তমানে তার বিচার চলছে আর দোষী প্রমাণিত হলে দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার। উল্লেখ্য, রাশিয়ায় অপরাধের মামলায় অভিযুক্তদের মধ্যে এক শতাংশ আসামি খালাস পেয়ে থাকে।

তবে আদালতে দোষী সাব্যস্ত হলেও দণ্ড বদলে দেওয়ার ক্ষমতা রুশ সরকারের রয়েছে। যুক্তরাষ্ট্রে তা নেই।

নারী বাস্কেটবল খেলোয়াড়দের মধ্যে অন্যতম সফল খেলোয়াড় ব্রিটনি গ্রাইনার। দুইবার অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়া এই তারকা অসময়ে রাশিয়ায় খেলে থাকেন।

সূত্র: রাশিয়া

/জেজে/
সম্পর্কিত
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপ-কমান্ডার নিহতের দাবি
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি