X
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
১৯ অগ্রহায়ণ ১৪৩০

ইরান সফর করবেন পুতিন, থাকবেন এরদোয়ানও

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২২, ২০:২২আপডেট : ১২ জুলাই ২০২২, ২০:৩৪

ইউক্রেনে যুদ্ধ চালানোর মধ্যেই ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সপ্তাহে এই সফর অনুষ্ঠিত হবে। ক্রেমলিনের এক ঘোষণায় বলা হয়েছে, তেহরানে সিরিয়া নিয়ে আয়োজিত এক সম্মেলনে যোগ দেবেন তিনি। এই সম্মেলনে রুশ প্রেসিডেন্টের পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান উপস্থিত থাকবেন।

মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ‘১৯ জুলাই প্রেসিডেন্টের তেহরান সফরের পরিকল্পনা করা হচ্ছে’।

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় চলা ১১ বছরের যুদ্ধ অবসানে কথিত ‘আসটানা শান্তি প্রক্রিয়ার’ অংশ হিসেবে কয়েক বছর ধরে আলোচনা চালাচ্ছে রাশিয়া, তুরস্ক ও ইরান। সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের মূল সামরিক ও রাজনৈতিক সমর্থক রাশিয়া ও ইরান। এছাড়া আসাদ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া ফ্রি সিরিয়ান আর্মি ও অন্যান্য বিদ্রোহী গ্রুপগুলোকে এখনও সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে তুরস্ক।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠানোর পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিদেশ সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে জুনের শেষ দিকে তাজিকিস্তান সফর করেন পুতিন।

রাশিয়া ও ইরানের সম্পর্ক ঘনিষ্ঠ। আর ইউক্রেন যুদ্ধের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করছে তুরস্ক।

মঙ্গলবার ক্রেমলিনের ঘোষণার আগে সোমবার হোয়াইট হাউজ জানায়, তাদের বিশ্বাস ড্রোন পেতে ইরানের সহায়তা চেয়েছে মস্কো। ইউক্রেনে ব্যবহারের জন্য অস্ত্র বহনে সক্ষম এসব ড্রোন রাশিয়া চেয়েছে বলে বিশ্বাস করার কথা জানায় হোয়াইট হাউজ।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ইরান এসব ড্রোন রাশিয়াকে সরবরাহ করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে তিনি বলেন, ওয়াশিংটনের কাছে থাকা তথ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে রুশ বাহিনীকে এসব ড্রোন ব্যবহারের প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান।

তবে অনেক বিশ্লেষকই হোয়াইট হাউজের ইঙ্গিতের বিষয়ে সন্দেহ পোষণ করেছেন।

সূত্র: আল জাজিরা

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
কংগ্রেসকে যে বিষয়ে সতর্ক করলো হোয়াইট হাউজ
নেতানিয়াহুর দুর্নীতির বিচার আবার শুরু
উত্তর গাজায় অভিযান সমাপ্তির পথে: ইসরায়েলি জেনারেল
সর্বশেষ খবর
কিছু এলাকায় জমির নিবন্ধন কর আরও কমলো
কিছু এলাকায় জমির নিবন্ধন কর আরও কমলো
মায়া চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, কারণ ব্যাখ্যার নির্দেশ
মায়া চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, কারণ ব্যাখ্যার নির্দেশ
ভিটামিন ডি কমে গেলে বাড়ে যেসব স্বাস্থ্যঝুঁকি
ভিটামিন ডি কমে গেলে বাড়ে যেসব স্বাস্থ্যঝুঁকি
যে কারণে শ্রম আইনে সায় দেননি রাষ্ট্রপতি
যে কারণে শ্রম আইনে সায় দেননি রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: ঘূর্ণিঝড় মিগজাউমের সর্বশেষ আপডেট
আজকের আবহাওয়া: ঘূর্ণিঝড় মিগজাউমের সর্বশেষ আপডেট
শ্রম ইস্যুতে মার্কিন বিধিনিষেধে পড়লে কী করবে সরকার?
করণীয় নির্ধারণে বৈঠক আজশ্রম ইস্যুতে মার্কিন বিধিনিষেধে পড়লে কী করবে সরকার?
ফের ৪৮ ঘণ্টার অবরোধ, ১০ ডিসেম্বর মানববন্ধনের ঘোষণা বিএনপির
ফের ৪৮ ঘণ্টার অবরোধ, ১০ ডিসেম্বর মানববন্ধনের ঘোষণা বিএনপির
রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সচিব ও আইজি প্রিজন্স
আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সচিব ও আইজি প্রিজন্স