X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সাদিক খানকে গ্রেফতারের দাবিতে লন্ডনে ট্রাম্প সমর্থকদের হট্টগোল

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৮, ২৩:৫৩আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ০০:০৭

যুক্তরাজ্যের লন্ডনে একটি সেমিনারে বক্তব্য দেওয়ার সময় মেয়র সাদিক খানকে গ্রেফতারের দাবি জানিয়ে হট্টগোল করেছে ডানপন্থী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকজন সমর্থক। তবে পুলিশ এসে উল্টো তাদেরকেই সেমিনার হল থেকে বের করে দিয়েছে। লন্ডনের প্রথম মুসলিম মেয়রের বিরুদ্ধে ট্রাম্পকে অপমান করা অভিযোগ আনে মুসলিমবিরোধী গোষ্ঠীটি। ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

লন্ডনের মেয়র সাদিক খান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করতে চেয়েছিলেন। গত বছর লন্ডনে সন্ত্রাসী হামলার পর সাদিক খানকে তিনি ‘বেচারা’ বলে আখ্যায়িত করেছিলেন ট্রাম্প। সম্প্রতি তিনি লন্ডন সফর বাতিল করেন। অনেক ব্রিটিশ নাগরিকের মতো সাদিক খানও সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ব্যাপক প্রতিবাদের হুমকিতে ট্রাম্প ভয় পেয়ে সফর বাতিল করেছেন।

শনিবার লন্ডনের বামপন্থী থিংক ট্যাঙ্ক ‘দ্য ফাবিয়ান সোসাইটি’ আয়োজিত একটি সেমিনারে বক্তব্য দেওয়ার কথা ছিল সাদিক খানের। তবে তার বক্তব্য শুরুর আগেই মুসলিম বিদ্বেষী একটি গোষ্ঠী সেখানে একটি বাড়িতে তৈরি ফাঁসিকাষ্ঠ নিয়ে হাজির হয়। ১০-১২ জনের দলটি মিলনায়তনের বাইরে জটলা পাকাতে থাকে। দলটির নেতা ডেভি রাসেল নিজেদের পেনড্রাগন গ্রুপের সদস্য হিসেবে দাবি করলেও একজন টিভি রিপোর্টার তাদের চিনতে পারেন। তিনি আসলে কট্টর ডানপন্থী সংগঠন ইংলিশ ডিফেন্স লিগের নেতৃস্থানীয় সদস্য। তিনি ইসলামবিদ্বেষী একটি রেডিও অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। কয়েক বছর আগে অনুষ্ঠানটিতে পুলিশ অভিযানও চালিয়েছিল। 

ট্রাম্পের সমর্থকদের হট্টগোল

সেমিনারে সাদিক খান বক্তব্য দেওয়া শুরু করলে রাসেল মঞ্চে উঠে তাকে থামিয়ে দেন। ওই সময় সাদিক খান নিজের আসনে গিয়ে বসেন। রাসেল দাবি করেন, সাদিক খান ব্রিটিশ আইন ভঙ্গ করেছেন। তাই তাকে গ্রেফতার করা উচিত। অনুষ্ঠানের সভাপতি তাকে কয়েকবার থামানোর করা চেষ্টা করলে তার লোকজন মঞ্চে উঠে হট্টগোল শুরু করে। তখন তারা সাদিক খানকে দোষারোপসহ গালাগালি শুরু করেন। প্রায় ১৫ মিনিট পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে তারা সাদিক খানকে গ্রেফতারের দাবি জানায়। কিন্তু পুলিশ উল্টো তাদেরকেই সেখান থেকে বের করে দেয়।

তবে বের হয়ে যাওয়ার সময় তারা বার বার সেমিনারের জন্য কাটা টিকিটের মূল্য ফেরত চান বলে খবরে উল্লেখ করা হয়েছে।

 

 

 

/আরএ/এএ/
সম্পর্কিত
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ