X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বিমান থেকে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ লন্ডনের বাগানে

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০১৯, ২১:১৫আপডেট : ০২ জুলাই ২০১৯, ২১:৩০

কেনিয়া এয়ারওয়েজের একটি ফ্লাইটে লুকিয়ে উঠে পড়েছিলেন এক ব্যক্তি। ফ্লাইটটির অবতরণ করার কথা ছিল লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। কিন্তু বিমানটি অবতরণের কিছুক্ষণ আগে পড়ে যান ওই ব্যক্তি। সোমবার লন্ডনের একটি বাড়ির বাগান থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। লন্ডন পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিমান থেকে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ লন্ডনের বাগানে লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, রবিবার সাউথ লন্ডনের ক্ল্যাপহাম অঞ্চলে একটি বাড়ির বাগানে একজনের মরদেহ পড়ে থাকার কথা জানানো হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি।

বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে এটি হিথ্রোগামী বিমান থেকে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ। পুলিশের ধারণা, নিহত ব্যক্তি প্লেনের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, কেনিয়া এয়ারওয়েজের ওই বিমানে ল্যান্ডিং গিয়ার বক্স থেকে একটি ব্যাগ, জলের বোতল ও খাবার পাওয়া গিয়েছে। তা থেকেই ধারণা করা হচ্ছে, কেউ ওখানে লুকিয়েছিল।

এর আগেও অনেকে প্লেনে ওইভাবে লুকিয়ে লন্ডনে আসার চেষ্টা করেছে। কিন্তু অনেক উঁচু দিয়ে ওড়ার সময় ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে অক্সিজেনের অভাব দেখা যায়। তাপমাত্রাও নেমে যায় শূন্যের অনেক নিচে। ফলে মানুষের মৃত্যু হয়।

ক্ল্যাপহামের যে বাড়ির বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে ওই বাড়ির এক প্রতিবেশী জানান, রবিবার বিকালে তিনি ঘরের ভেতর থেকে খুব জোরে শব্দ শুনতে পান। জানালা দিয়ে দেখেন বাগানে একজনের দেহ পড়ে আছে। প্রথমে ভেবেছিলেন, কেউ মাটিতে শুয়ে আছে। পরে দেখেন বাগানের দেয়ালে রক্তের দাগ। মাটিতে পড়ে থাকা ব্যক্তির মাথা থেকেও রক্ত বেরোচ্ছে। তখন বুঝতে পারেন ওই ব্যক্তি পড়ে গিয়েছেন। তিনি বাগানের মালিককে খবর দেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
গবেষণা প্রতিবেদনমেয়ের তুলনায় ছেলের গণিতের দক্ষতা বেশি বলে মনে করেন বাবা-মা
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?