X
শুক্রবার, ২৩ মে ২০২৫
৯ জ্যৈষ্ঠ ১৪৩২

যুক্তরাজ্যে ২২ দিনেও খোঁজ মেলেনি বাংলাদেশি তরুণীর

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
২২ মে ২০২৫, ১০:৪৪আপডেট : ২২ মে ২০২৫, ১৭:১৪

যুক্তরাজ্যের স্কটল্যান্ডে ২১ বছর বয়সী বাংলাদেশি বং‌শোদ্ভূত নারী কাজী সাফিয়া মাহমুদ তার মর্নিংসাইডের বাড়ি থেকে ২২ দিন ধরে রহস‌্যজনকভা‌বে নিখোঁজ র‌য়ে‌ছেন। তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। পুলিশ এখনও তাকে খুঁজে বের করতে পারেনি। 

গত ২১ মে স্কটল‌্যান্ড পু‌লি‌শের বরাত দি‌য়ে একটি সূত্র জানিয়েছে, তার খোঁজ অব্যাহত রয়েছে এবং স্কটল্যান্ড পুলিশ জনসাধারণের কাছে এ সংক্রান্ত তথ্যের জন্য আবেদন জানাচ্ছে।

গত ৩০ এপ্রিল সকাল ১১টার দিকে মায়ারসাইড রোডে, দ্য প্যাভিলিয়নের কাছে কাজী সাফিয়া মাহমুদকে শেষবার দেখা গিয়েছিল। কর্তৃপক্ষের ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও তার অবস্থান এখনও অজানা, যা তার পরিবার এবং বন্ধুদের মধ্যে উদ্বেগের ছায়া ফেলেছে।

এডিনবরার পুলিশ তথ্য নিয়ে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছে। বর্ণনা অনুযায়ী, তিনি ৫ ফুট ২ ইঞ্চি লম্বা, মাঝারি গড়নের, লম্বা কালো চুল এবং বাংলাদেশি বংশোদ্ভূত। নিখোঁজ হওয়ার সময় তিনি একটি কালো পাফার জ্যাকেট, কালো লেগিংস, কালো স্নিকার্স এবং একটি কালো হ্যান্ডব্যাগ পরেছিলেন।

তদন্তকারীরা আরও উল্লেখ করেছেন যে কাজী যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় যাতায়াত করেন, যার মধ্যে এডিনবরা, ম্যানচেস্টার, লন্ডন এবং আরগাইল অ্যান্ড বিউট উল্লেখযোগ্য। এই বিস্তৃত ভৌগোলিক পরিসর থেকে বোঝা যায় যে তিনি সম্ভবত এডিনবরার নিকটবর্তী এলাকার বাইরেও ভ্রমণ করে থাকতে পারেন এবং পুলিশ এই স্থানগুলোতেও সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছে।

স্কটল্যান্ড পুলিশের একজন মুখপাত্র জনসাধারণের সহায়তার জন্য তাদের আবেদন পুনর্ব্যক্ত করে বলেছেন, "আপনারা তাকে দেখেছেন বা তার অবস্থান সম্পর্কে জানেন এমন যে কাউকে যোগাযোগ করতে বলবো।"

জনসাধারণকে ১০১ নম্বরে স্কটল্যান্ড পুলিশকে ফোন করে ৩০ এপ্রিল তারিখের ৩১৯৭ ঘটনার নম্বর উল্লেখ করে কাজী সাফিয়া মাহমুদকে খুঁজে বের করতে সাহায্য করতে পারে এমন যেকোনও তথ্য জানাতে বলা হয়েছে। পুলিশ তার সাথে সরাসরি যোগাযোগ করারও আবেদন জানাচ্ছে এবং তাকে আশ্বস্ত করছে যে তার পরিবার ও বন্ধুরা তার সুস্থতার জন্য উদ্বিগ্ন।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ডেইলি মেইলের অনুসন্ধানযুক্তরাজ্যে সমকামী সেজে অ্যাসাইলামের আবেদন বাড়ছে
গাজায় আগ্রাসন বৃদ্ধির কারণে ইসরায়েলের সঙ্গে আলোচনা স্থগিত করলো ব্রিটেন
ব্রিটিশ কূটনীতিককে তলব করলো ইরান
সর্বশেষ খবর
হামাসকে উৎসাহিত করছে ফ্রান্স, ব্রিটেন ও কানাডা: অভিযোগ নেতানিয়াহুর
হামাসকে উৎসাহিত করছে ফ্রান্স, ব্রিটেন ও কানাডা: অভিযোগ নেতানিয়াহুর
১১ বছর পর ‘এক পশলা বৃষ্টি’
১১ বছর পর ‘এক পশলা বৃষ্টি’
টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু
টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু
আমির হোসেন আমুর খালাতো ভাই ডা. রাহাত কারাগারে  
আমির হোসেন আমুর খালাতো ভাই ডা. রাহাত কারাগারে  
সর্বাধিক পঠিত
উদ্ভূত পরিস্থিতিতে তাসনিম জারা ও উমামার ফেসবুক পোস্ট
উদ্ভূত পরিস্থিতিতে তাসনিম জারা ও উমামার ফেসবুক পোস্ট
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
আগস্টে সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পূর্ণাঙ্গ তালিকা দিলো সেনাবাহিনী
আগস্টে সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পূর্ণাঙ্গ তালিকা দিলো সেনাবাহিনী
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে