X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সাই-এর সঙ্গে রিপাবলিকানদের বৈঠক: ট্রাম্পকে হুঁশিয়ারি চীনা ট্যাবলয়েডের

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৭, ১৭:৫৭আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ২২:৩২
image

মধ্য আমেরিকা যাওয়ার পথে হাউস্টনে যাত্রাবিরতি করেন সাই এক চীন নীতি থেকে যুক্তরাষ্ট্রের সমর্থন ফিরিয়ে নিলে বেইজিং কর্তৃপক্ষ প্রতিশোধ নেবে উল্লেখ করে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করলো চীনা ট্যাবলয়েড গ্লোবাল টাইমস। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন টেক্সাসের হাউস্টনে বিতর্কিত একটি যাত্রাবিরতি নেওয়ার এবং রিপাবলিকানদের সঙ্গে বৈঠক করার মাত্র কয়েক ঘণ্টা পরই এ হুঁশিয়ারি দেওয়া হলো।

উল্লেখ্য, গত মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই-এর কাছ থেকে একটি অভিনন্দনমূলক ফোন পান ট্রাম্প। তাইওয়ানকে চীনের অংশ মেনে করা 'এক চীন নীতিকে' প্রশ্নবিদ্ধ করেন ট্রাম্প। আর এর পর থেকেই বেইজিং-এর তোপের মুখে পড়েছেন এ নবনির্বাচিত প্রেসিডেন্ট। কেননা, দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রের কোনও প্রেসিডেন্ট তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেননি। ডিসেম্বরে ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প আভাস দেন, মার্কিন পররাষ্ট্রনীতি নাটকীয় মোড় নিতে যাচ্ছে। ট্রাম্প ‘এক চীন’ নীতিকে প্রশ্নবিদ্ধ করেন।  আভাস দেন ৪৪ বছরের পররাষ্ট্রনৈতিক সম্পর্ক বদলের। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প প্রশ্ন রাখেন, ‘আমি ঠিক বুঝি না, চীনের সঙ্গে বাণিজ্য অথবা অন্যান্য প্রশ্নে যদি চুক্তিই না করা যায়, তাহলে তাদের এক চীন নীতি  সমর্থনের কারণটা কী?’

হন্ডুরাস, নিকারাগুয়া, গুয়াতেমালা ও এল সালভাদর সফরের অংশ হিসেবে মধ্য আমেরিকা যাওয়ার পথে রবিবার (৮ জানুয়ারি) হাউস্টনে যাত্রাবিরতি করেন সাই। সেসময় যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্লামেন্ট সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আর তা মোটেও ভালোভাবে নিতে পারেনি চীন। কেননা, বেইজিং কর্তৃপক্ষ সাইকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেওয়ার জন্য ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছিল। আরও বলেছিল, সাই এক চীন নীতির আওতায় কোনও আনুষ্ঠানিক সরকারি বৈঠকে অংশ নিতে পারেন না। শনিবার ট্রাম্পের মুখপাত্রও বলেছিলেন, তিনি কিংবা তার দলের কেউ সাই-এর সঙ্গে দেখা করবেন না।

অথচ ট্রেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের টুইট করা এক ছবিতে দেখা গেছে, টেক্সাস ও তাইওয়ানের পতাকা নিয়ে তিনি সাই এর সঙ্গে বৈঠক করছেন। টেক্সাসের সিনেটর টেড ক্রুজের সঙ্গেও দেখা করেছেন সাই।  

ট্রাম্প
রবিবার (৮ জানুয়ারি) এ নিয়ে ক্ষোভ জানিয়ে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ট্যাবলয়েড গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে বলা হয়, ‘এক চীন নীতি বজায় রাখাটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের প্রতি চীনের খামখেয়ালিপূর্ণ অনুরোধ নয়। বরং এটি এশিয়া-প্যাসিফিকের বিদ্যমান আদেশকে সম্মান জানানো এবং চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক বজায় রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের বাধ্যবাধকতা।’

সম্পাদকীয়তে আরও বলা হয়, ‘দায়িত্বগ্রহণের পর ট্রাম্প যদি এক চীন নীতিকে সমর্থন দেওয়া থেকে সরে আসে তবে এর বিরুদ্ধে শোধ নিতে সরকারের কাছে চীনা জনগণ দাবি জানাবে। এখানে দর কষাকষির কোনও সুযোগ থাকবে না।’

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অফিসিয়্যাল পিপল’স ডেইলি এ ট্যাবলয়েডটি প্রকাশ করে থাকে।

এদিকে সাই-এর সঙ্গে মিলিত হওয়ার পক্ষে যুক্তি দেখিয়ে টেড ক্রুজ দাবি করেছেন, ‘যুক্তরাষ্ট্রে সফরকারীদের সঙ্গে দেখা করা না করার বিষয়টি যে আমরাই সিদ্ধান্ত নিই তা চীনকে বুঝতে হবে। এটি গণপ্রজাতন্ত্রী চীনের বিষয় নয়। এটি আমাদের মিত্র তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়। এমন এক মিত্র যাদের সুরক্ষার জন্য আমরা আইনত বাধ্য।’

ক্রুজ জানান, তিনি সাই-এর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দুদেশের অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

অবশ্য সাই-এর অফিস থেকে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। সোমবার এক বিবৃতিতে শুধু বলা হয়েছে সাই ব্যক্তিগত ও অনানুষ্ঠানিক যাত্রাবিরতির সময় বন্ধুদের সঙ্গে মিলিত হয়েছেন। তাইওয়ানে ফেরার পথে ১৩ জানুয়ারি সান ফ্রান্সিকোতে যাত্রাবিরতি করবেন সাই। সূত্র: রয়টার্স, বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ