X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে আরেকধাপ এগিয়ে গেলো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০১৭, ১৫:৩৬আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৫:৩৮

যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভ রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে ভোট দিয়েছেন আইন প্রণেতারা। এই প্রস্তাবে একটি ধারা রাখা হয়েছে, যাতে করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চাইলে আইনপ্রণেতাদের অনুমোদন লাগবে। মঙ্গলবার এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে আরেকধাপ এগিয়ে গেলো যুক্তরাষ্ট্র

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন হাউসে নিষেধাজ্ঞার প্রস্তাবটি অনুমোদন পেলেও কত দ্রুত তা হোয়াইট হাউসে ট্রাম্পের স্বাক্ষরের জন্য পাঠানো হবে তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্প এই প্রস্তাবে স্বাক্ষর করতে পারেন আবার ভেটো ক্ষমতাও প্রয়োগ করতে পারেন। অবশ্য এখনও নিষেধাজ্ঞার প্রস্তাবটি মার্কিন সিনেটে পাস হতে হবে। এমনিতেই স্বাস্থ্যসেবা বিল নিয়ে রিপাবলিকানরা বেশ নাজুক পরিস্থিতিতে রয়েছেন। তারা চাইছেন, গ্রীষ্মের ছুটির আগেই স্বাস্থ্যসেবা বিলটি পাস করিয়ে নিতে।

২০১৬ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে এই নিষেধাজ্ঞার প্রস্তাব আনা হয়েছে। রুশ হস্তক্ষেপের পাশাপাশি ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে রাশিয়ার সংযোগের বিষয়টিও এক্ষেত্রে প্রভাব রেখেছে। রাশিয়া ট্রাম্পের হয়ে কোনও হস্তক্ষেপের কথা অস্বীকার করেছে এবং ট্রাম্প নিজেও জানিয়েছেন, তার প্রচারণা শিবির কোনও আঁতাত করেনি।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এখনও নিষেধাজ্ঞার বিলটিতে স্বাক্ষর করা বা প্রত্যাখ্যানের বিষয়ে সিদ্ধান্ত নেননি। এ নিষেধাজ্ঞার প্রস্তাব অনুমোদিত হলে রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে ট্রাম্পের প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে। আবার ট্রাম্প যদি ভেটো ক্ষমতা প্রয়োগ করেন তাহলে তা আইনপ্রণেতারা খারিজ করেও দিতে পারেন।

নারী মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানান, প্রেসিডেন্ট উত্তর কোরিয়া, ইরান ও রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে। হাউসের বিলটি হোয়াইট হাউসের পক্ষ থেকে পর্যালোচনা করা হচ্ছে এবং চূড়ান্ত বিলটি প্রেসিডেন্টের কাছে আসার অপেক্ষা করা হচ্ছে। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
রাফাহতে হামলার আশঙ্কা, ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
সর্বশেষ খবর
কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা
কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা
ফুলছড়িতে চেয়ারম্যান প্রার্থী সেলিম পারভেজের ভোট বর্জন
ফুলছড়িতে চেয়ারম্যান প্রার্থী সেলিম পারভেজের ভোট বর্জন
কী পরিমাণ ভোট পড়লো চার ঘণ্টায়?
কী পরিমাণ ভোট পড়লো চার ঘণ্টায়?
ভোটকক্ষে বসে মোবাইল ব্যবহার, কান ধরে ক্ষমা চাইলেন পোলিং এজেন্ট
ভোটকক্ষে বসে মোবাইল ব্যবহার, কান ধরে ক্ষমা চাইলেন পোলিং এজেন্ট
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও