X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মধ্যপ্রাচ্য ও এশিয়ায় যুদ্ধে ৫৬০ হাজার কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০১৭, ১৯:২০আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১৯:২২

আফগানিস্তান, ইরাক, সিরিয়া ও পাকিস্তানে যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্র ব্যয় করেছে ৫৬০ হাজার কোটি ডলার। ২০০১ সালের পর হতে এ অর্থ ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। যা মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের প্রাক্কলনের চেয়ে তিনগুণ বেশি। বুধবার এক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ওয়ালস্ট্রিট জার্নাল।

মধ্যপ্রাচ্য ও এশিয়ায় যুদ্ধে ৫৬০ হাজার কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় চলতি বছরের শুরুতে জানিয়েছিল, ২০০১ সালের পর হতে এই দেশগুলোতে যুদ্ধে ব্যয়ের পরিমাণ হতে পারে ১৫০ হাজার কোটি ডলার। কিন্তু ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স-এর এক গবেষণায় উঠে এসেছে ভিন্ন তথ্য। গবেষণা অনুসারে, ২০০১ সাল হতে এ পর্যন্ত ওই দেশগুলোতে যুক্তরাষ্ট্রের যুদ্ধে ব্যয় হয়েছে ৫৬০ হাজার কোটি ডলার।

এই ব্যয়ের মধ্যে ফিলিপাইনে আইএসবিরোধী যুদ্ধে সহযোগিতা কিংবা আফ্রিকা ও ইউরোপে আইএসবিরোধী লড়াইয়ে ব্যয় করা অর্থ অন্তর্ভূক্ত করা হয়নি।

গবেষণাটি সম্পর্কে সিনেটর জ্যাক রিড জানান, ব্রাউন প্রতিবেদন গুরুত্বপূর্ণ। কারণ এর মধ্য দিয়ে যুদ্ধে সঠিক ব্যয়ের কথা জানা যাচ্ছে। যখন কংগ্রেসে বিতর্ক হচ্ছে বাজেট, কর কর্তন ও যুদ্ধ সময়কার নিয়ে।

সিনেটর রিড জানান, এই অর্থ প্রদানের যে ঋণ করা হয় তা যুদ্ধের ব্যয়ের সঙ্গে যুক্ত হয়। ফলে যুদ্ধের ব্যয় বহন করতে যে অর্থ ঋণ করা হয়েছে তা পরিশোধে জাতীয় ঋণে আরও প্রায় ৮ হাজার কোটি ডলার যুক্ত হবে। তিনি বলেন, এমনকি যদি আজ আমরা এই যুদ্ধের ব্যয় বন্ধ করে দেই তবুও আমাদের জাতীয় ঋণে ৭৯০ হাজার কোটি ডলার যুক্ত হবে।

ব্রাউন ইউনিভার্সিটির গবেষণা অনুসারে, এই যুদ্ধ ব্যয়ে প্রত্যেক মার্কিন করদাতা গড়ে ২৪ হাজার প্রদান করেছেন।

এই গবেষণার বিষয়ে পেন্টাগনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

/এএ/
সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেফতার
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার