X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

উত্তর কোরিয়ায় পারমাণবিক নিরস্ত্রীকরণ সফল নাও হতে পারে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০১৮, ১০:২৩আপডেট : ০২ জুলাই ২০১৮, ১০:২৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রচেষ্টা বাস্তবে ফলপ্রসূ নাও হতে পারে। তাছাড়া উত্তর কোরীয় নেতা কিম জং উনকে রাজি করাতে কোনও ছাড়ও দেননি তিনি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান লিখেছে, পারমাণবিক অস্ত্র ত্যাগের ঘোষণাকে পাশ কাটিয়ে উত্তর কোরিয়া গোপন স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চালিয়ে যাচ্ছে, এমন সংবাদ প্রচারিত হওয়ার প্রেক্ষিতে ফক্স টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে ট্রাম্প অনিশ্চয়তার কথা বললেন।। ডোনাল্ড ট্রাম্প

ফক্স টিভি চ্যানেলে প্রচারিত সাক্ষাৎকারে কিম জং উনের সঙ্গে তার গত মাসে সিঙ্গাপুরে হওয়া সম্মেলনের বিষয়ে ট্রাম্প বলেছেন, ‘আমি তার সঙ্গে একটি চুক্তি করেছি। আমি তার সঙ্গে হাত মিলিয়েছি। আমি মনে করি তিনি আসলেই সদিচ্ছা লালন করেন। এখন যদি প্রশ্ন করেন, আসলেই এটা বাস্তবায়ন করা সম্ভব কি না, তাহলে আমি বলব আমি আপনি এমন অনেক কিছুতেই জড়াই যা শেষ পর্যন্ত ফলপ্রসূ হয় না। এক্ষেত্রেও সেটা হতে পারে।’ ফক্সকে তিনি এমনও বলেছেন, উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণে রাজি করাতে তাকে কোনও ছাড় দিতে হয়নি। তার ভাষ্য, ‘আমাদেরকে কিছুই দিতে হয়নি। ভেবে দেখুন, আমি তো কিছু দেইনি।’

গার্ডিয়ান লিখেছে, অথচ সম্মেলনের পর ট্রাম্প মন্তব্য করেছিলেন, উনের সঙ্গে তার সমঝোতা ‘চমৎকার।’ ১৩ জুন তার টুইটার ভাষ্য ছিল, ‘এই মাত্র অবতরণ করলাম। অনেক দীর্ঘ সফর ছিল। আমার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এখন সবারই অনেক বেশি নিরাপদ বোধ করা উচিত। উত্তর কোরিয়ার পক্ষ থেকে আর পারমাণবিক হামলার আশঙ্কা নেই। কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ হওয়াটা খুবই আগ্রহোদ্দীপক ছিল এব অভিজ্ঞতাটি সুখকর। উত্তর কোরিয়ার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।’

অন্যদিকে পারমাণবিক নিরস্ত্রীকরণে যুক্তরাষ্ট্রকে কোনও কিছু দিতে হয়নি, ট্রাম্পের এমন দাবির প্রেক্ষিতে গার্ডিয়ান স্মরণ করিয়ে দিয়েছে, উত্তর কোরিয়ার দাবির মুখে, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিতে হয়েছিল। ট্রাম্প বলেছিলেন, ও মহড়াগুলো ব্যয়বহুল ‘যুদ্ধ যুদ্ধ খেলা।’

/এএমএ/
সম্পর্কিত
ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল!
জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
‘ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে’
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?