X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ইয়েমেন যুদ্ধে সৌদিকে সহযোগিতা বন্ধে মার্কিন সিনেটে প্রস্তাব পাস

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০১৯, ১৭:৩২আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৭:৩৫

ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে দেওয়া সামরিক সহযোগিতা বন্ধে যুক্তরাষ্ট্রের সিনেটে একটি প্রস্তাব পাস হয়েছে। সিনেটে প্রস্তাবটি ৫৪-৪৬ ভোটে পাস হয়েছে। এখন প্রস্তাবটি আবার প্রতিনিধি পরিষদে ভোটাভুটিতে যাবে। তবে প্রস্তাবটি উভয় কক্ষে পাস হয়ে প্রেসিডেন্টের কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য গেলে ডোনাল্ড ট্রাম্প এতে ভেটো দেওয়ার হুমকি দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ইয়েমেন যুদ্ধে সৌদিকে সহযোগিতা বন্ধে মার্কিন সিনেটে প্রস্তাব পাস

ভারমন্টের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, ইয়েমেনের নৃশংস যুদ্ধ থামানোর জন্য আমাদের বড় ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।

কানেক্টিকাটের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি বলেন, ইয়েমেনে কেন কলেরা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে তা গোপন কিছু না। এর কারণ হলো সৌদি আরব দেশটির পানি উৎপাদন কেন্দ্রগুলোতে বোমা নিক্ষেপ করেছে। যাতে করে বিশুদ্ধ পানি না পায় ইয়েমেনিরা।

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে নির্বাসিত প্রেসিডেন্টের সমর্থনে সামরিক অভিযান পরিচালনা করছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। অভিযোগ রয়েছে এই সামরিক অভিযানে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানো হচ্ছে মার্কিন অস্ত্র দিয়ে। এতে করে ইয়েমেনিরা খাদ্যাভাবে রয়েছে এবং সেখানে ব্যাপক আকারে রোগ ছড়িয়ে পড়ছে।

ত্রান সংস্থাগুলোর মতে, যুদ্ধে এখন পর্যন্ত ৬০ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং প্রায় ৮৫ হাজার শিশু মৃত্যুর মুখে রয়েছে।

সিনেটে প্রস্তাবটি পাস হওয়ায় এখন তা আবার প্রতিনিধি পরিষদে ভোটাভুটির জন্য যাবে। এর আগে ১৩ ফেব্রুয়ারি পরিষদে প্রস্তাবটি ২৪৮-১৭৭ ভোটে পাস হয়েছিল।

হোয়াইট হাউসের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, পরিষদ ও সিনেটে প্রস্তাবটি পাস হয়ে প্রেসিডেন্টের কাছে আসলে ট্রাম্প তাতে ভেটো দেবেন। কর্মকর্তাদের মতে, ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের সহযোগিতা করা উচিত। ইয়েমেন সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ইরানকে কোনঠাসা করার চেষ্টা করছে। এর মাধ্যমেই সমাধান আসবে।

অবশ্য প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা খারিজ করে দেওয়ার ক্ষমতা রয়েছে মার্কিন কংগ্রেসের হাতে। উভয় পক্ষের দুই-তৃতীয়াংশ সদস্য ভেটোর বিরুদ্ধে সম্মতি জানালে তা ভেস্তে যাবে। তবে এক্ষেত্রে প্রস্তাবকারীদের যথেষ্ট সমর্থন নেই বলে ধারণা করা হচ্ছে।

/এএ/
সম্পর্কিত
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
সর্বশেষ খবর
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত