X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

বিদেশ ডেস্ক
২৭ মে ২০২১, ০৯:০৬আপডেট : ২৭ মে ২০২১, ১৩:৪৭

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে আট ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় বুধবার সকাল পৌনে ৭টার দিকে রাজ্যের সান্তা ক্লারা কাউন্টির সান হোসে শহরের একটি রেল ইয়ার্ডে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে বন্দুকধারীও নিহত হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

এ সংক্রান্ত তদন্তের বিষয়ে অবগত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র সংবাদমাধ্যম সিএনএন-কে জানিয়েছে, ওই বন্দুকধারীর নাম স্যাম ক্যাসিডি।

সান হোসে শহরের মেয়র স্যাম লাইকার্ডো সিএনএন-কে বলেন, হামলার শিকার হওয়া সবাই পরস্পর সহকর্মী এবং তারা সবাই ওই বন্দুকধারীকে ভালোভাবেই চিনতো।

পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় আট জন নিহতের খবর নিশ্চিত করা হয়েছে। সান্তা ক্লারা কাউন্টির শেরিফের কার্যালয় জানিয়েছে, হামলার পর ওই বন্দুকধারী নিহত হয়েছে।

কাউন্টি শেরিফ লরি স্মিথ জানিয়েছেন, ভুক্তভোগীরা একসঙ্গে কাজ করেছে। এদিন সকালেও তারা একসঙ্গে ছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ব্যক্তিদের মধ্যে রেলকর্মীরা রয়েছেন। আর ওই বন্দুকধারী ছিলেন তাদের সাবেক সহকর্মী। তবে সে কেন এমন ঘটনা ঘটালো তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি। তার সহিংসতার অতীত ইতিহাসের বিষয়েও কিছু জানা যায়নি।

বন্দুক হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসা চলছে।

মেয়র স্যাম লাইকার্ডো বলেন, আমাদের শহরের জন্য এটি একটি ভয়াবহ দিন। আর কখনও যেন এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে কর্তৃপক্ষ সচেষ্ট থাকবে।

রেলওয়ের প্রেসিডেন্ট গ্লেন হেন্ড্রিক্স জানান, বন্দুক হামলাটি হয়েছে রেল ইয়ার্ডে, অপারেশনস কন্ট্রোল সেন্টারে নয়।

বন্দুক হামলার পরপরই ঘটনাস্থল এলাকায় সড়ক ও রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। পুরো ঘটনার বিশদ তদন্তের ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন।

/এমপি/
সম্পর্কিত
মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনারা: যুক্তরাষ্ট্র
বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বরখাস্ত করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
প্রবাসীদের সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী
প্রবাসীদের সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী
পোর্টেবল এসির সুবিধা ও অসুবিধাগুলো জানেন?
পোর্টেবল এসির সুবিধা ও অসুবিধাগুলো জানেন?
কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ২০ নারী ও শিশু
কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ২০ নারী ও শিশু
বৃষ্টি আইনে ১৯ রানে জিতলো ভারত 
বৃষ্টি আইনে ১৯ রানে জিতলো ভারত 
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা