X
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
১২ আশ্বিন ১৪৩০

মার্কিন কংগ্রেসে প্রথমবারের মতো এআই’র তৈরি বক্তব্য পাঠ

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৩, ২০:৩২আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২০:৩২

চ্যাটজিপিটি নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির লিখিত বক্তব্য মার্কিন কংগ্রেসের চেম্বারে প্রথমবারের মতো পাঠ করা হয়েছে। মার্কিন-ইসরায়েল যৌথ কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপনবিষয়ক বিল নিয়ে কংগ্রেসে এআই-এর তৈরি এই বক্তব্য পাঠ করেন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সদস্য জ্যাক অকিনক্লস।

বুধবার (২৫ জানুয়ারি) কংগ্রেসের চেম্বারে দুই অনুচ্ছেদের এই বক্তব্য পাঠ করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা কর্তৃক লিখিত বক্তব্য পাঠের এই ঘটনা মার্কিন কংগ্রেসে প্রথম।

অকিনক্লস জানান, এআই সিস্টেমটিকে তিনি আইন সম্পর্কিত তথ্যাবলি দিয়ে কংগ্রেসে পাঠ করার মতো ১০০ শব্দের বক্তব্য তৈরির আদেশ দেন। অবশ্য প্রস্তুতকৃত বক্তব্য চেম্বারে পাঠের আগে তাকে বেশ কয়েকবার সংশোধন করতে হয়েছে।

এই বিলটিতে যুক্তরাষ্ট্রে একটি মার্কিন-ইসরায়েল যৌথ এআই কেন্দ্র স্থাপনের প্রস্তাব করা হয়েছে। যা সরকারি, বেসরকারি ও শিক্ষা খাতে এআই প্রযুক্তির গবেষণা ও উন্নয়ন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।

৩৪ বছর বয়সী এই অকিনক্লস বলেছেন, চ্যাটজিপিটির প্রস্তৃতকৃত বক্তব্য তিনি পাঠ করার সিদ্ধান্ত নিয়েছেন যাতে করে করে এআই বিতর্কে সহযোগিতা হয়। তিনি চান না সামাজিক যোগাযোগমাধ্যমের আবির্ভাবের পুনরাবৃত্তি, যা ছোট আকারে শুরু হয়ে এত দ্রুত বিস্তৃত ও ব্যাপক হয় যে মার্কিন কংগ্রেস প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সময় পায়নি।

তার কথায়, ডেমোক্র্যাটিক ককাসে আমি কনিষ্ঠ অভিভাবক। এআই আমার জীবনের অংশ হতে চলেছে।

চ্যাটজিপিটিসহ ইন্টারনেটে পাওয়া যাচ্ছে এমন এআই প্রোগ্রাম ইতোমধ্যে শিক্ষকদের জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। অনেক শিক্ষককে মাথায় রাখতে হচ্ছে শিক্ষার্থীরা এআই প্রস্তৃতকৃত প্রবন্ধ জমা দিতে পারে।

গবেষকরা আশঙ্কা করছেন, এআই চ্যাটবট ভুয়া তথ্য ও প্রপাগান্ডা তুফানের মতো ছড়িয়ে দিতে সহযোগিতা করতে পারে।

চ্যাটজিপিটির উদ্ভাবক অলাভজনক প্রতিষ্ঠান ওপেনএআই তাদের ওয়েবসাইটে স্বীকার করেছে, চ্যাটজপিটি মাঝে মধ্যে ভুল জবাব দিতে পারে এবং এর উত্তর অনেক সময় বিপথগামী করতে পারে। প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের জবাবগুলো সঠিক কীনা যাচাই করার পরামর্শ দিয়েছে।

 

/এটি/এএ/
সম্পর্কিত
বিচারবহির্ভূত হত্যা ভারতের নীতিতে নেই: কানাডাকে জয়শঙ্কর
মেক্সিকোয় ১২ জনের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার
কঠোর নিরাপত্তায় অ্যাটক থেকে আদিয়ালা কারাগারে ইমরান খান
সর্বশেষ খবর
শেখ হাসিনার স্বপ্ন প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণ করা: আরাফাত
শেখ হাসিনার স্বপ্ন প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণ করা: আরাফাত
বাটা গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাটা গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পাঁচ বছরেও চূড়ান্ত হয়নি ডোপ টেস্ট বিধিমালা
পাঁচ বছরেও চূড়ান্ত হয়নি ডোপ টেস্ট বিধিমালা
বিচারবহির্ভূত হত্যা ভারতের নীতিতে নেই: কানাডাকে জয়শঙ্কর
বিচারবহির্ভূত হত্যা ভারতের নীতিতে নেই: কানাডাকে জয়শঙ্কর
সর্বাধিক পঠিত
বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা যেন সোনার হরিণ
বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা যেন সোনার হরিণ
মালদ্বীপের আদলে সাজছে সেন্টমার্টিন, ঢল নামবে দেশি-বিদেশি পর্যটকের
মালদ্বীপের আদলে সাজছে সেন্টমার্টিন, ঢল নামবে দেশি-বিদেশি পর্যটকের
বিশ্বকাপের দল ঘোষণা পেছালো বিসিবি
বিশ্বকাপের দল ঘোষণা পেছালো বিসিবি
বৌদ্ধ সন্ন্যাসী সেজে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা, অবশেষে কারাগারে
বৌদ্ধ সন্ন্যাসী সেজে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা, অবশেষে কারাগারে
সাকিবের চাওয়াতেই কি সরে গেলেন নাফিস ইকবাল?
সাকিবের চাওয়াতেই কি সরে গেলেন নাফিস ইকবাল?