X
রবিবার, ২৬ মার্চ ২০২৩
১২ চৈত্র ১৪২৯

মার্কিন কংগ্রেসে প্রথমবারের মতো এআই’র তৈরি বক্তব্য পাঠ

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৩, ২০:৩২আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২০:৩২

চ্যাটজিপিটি নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির লিখিত বক্তব্য মার্কিন কংগ্রেসের চেম্বারে প্রথমবারের মতো পাঠ করা হয়েছে। মার্কিন-ইসরায়েল যৌথ কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপনবিষয়ক বিল নিয়ে কংগ্রেসে এআই-এর তৈরি এই বক্তব্য পাঠ করেন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সদস্য জ্যাক অকিনক্লস।

বুধবার (২৫ জানুয়ারি) কংগ্রেসের চেম্বারে দুই অনুচ্ছেদের এই বক্তব্য পাঠ করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা কর্তৃক লিখিত বক্তব্য পাঠের এই ঘটনা মার্কিন কংগ্রেসে প্রথম।

অকিনক্লস জানান, এআই সিস্টেমটিকে তিনি আইন সম্পর্কিত তথ্যাবলি দিয়ে কংগ্রেসে পাঠ করার মতো ১০০ শব্দের বক্তব্য তৈরির আদেশ দেন। অবশ্য প্রস্তুতকৃত বক্তব্য চেম্বারে পাঠের আগে তাকে বেশ কয়েকবার সংশোধন করতে হয়েছে।

এই বিলটিতে যুক্তরাষ্ট্রে একটি মার্কিন-ইসরায়েল যৌথ এআই কেন্দ্র স্থাপনের প্রস্তাব করা হয়েছে। যা সরকারি, বেসরকারি ও শিক্ষা খাতে এআই প্রযুক্তির গবেষণা ও উন্নয়ন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।

৩৪ বছর বয়সী এই অকিনক্লস বলেছেন, চ্যাটজিপিটির প্রস্তৃতকৃত বক্তব্য তিনি পাঠ করার সিদ্ধান্ত নিয়েছেন যাতে করে করে এআই বিতর্কে সহযোগিতা হয়। তিনি চান না সামাজিক যোগাযোগমাধ্যমের আবির্ভাবের পুনরাবৃত্তি, যা ছোট আকারে শুরু হয়ে এত দ্রুত বিস্তৃত ও ব্যাপক হয় যে মার্কিন কংগ্রেস প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সময় পায়নি।

তার কথায়, ডেমোক্র্যাটিক ককাসে আমি কনিষ্ঠ অভিভাবক। এআই আমার জীবনের অংশ হতে চলেছে।

চ্যাটজিপিটিসহ ইন্টারনেটে পাওয়া যাচ্ছে এমন এআই প্রোগ্রাম ইতোমধ্যে শিক্ষকদের জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। অনেক শিক্ষককে মাথায় রাখতে হচ্ছে শিক্ষার্থীরা এআই প্রস্তৃতকৃত প্রবন্ধ জমা দিতে পারে।

গবেষকরা আশঙ্কা করছেন, এআই চ্যাটবট ভুয়া তথ্য ও প্রপাগান্ডা তুফানের মতো ছড়িয়ে দিতে সহযোগিতা করতে পারে।

চ্যাটজিপিটির উদ্ভাবক অলাভজনক প্রতিষ্ঠান ওপেনএআই তাদের ওয়েবসাইটে স্বীকার করেছে, চ্যাটজপিটি মাঝে মধ্যে ভুল জবাব দিতে পারে এবং এর উত্তর অনেক সময় বিপথগামী করতে পারে। প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের জবাবগুলো সঠিক কীনা যাচাই করার পরামর্শ দিয়েছে।

 

/এটি/এএ/
ইউক্রেনের আট অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে নিহত ১৬
পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বললেন এরদোয়ান
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর তাণ্ডব, ২৩ মৃত্যু
সর্বশেষ খবর
আবারও সক্রিয় ‘খড় পার্টি’, টার্গেট নারীরা
আবারও সক্রিয় ‘খড় পার্টি’, টার্গেট নারীরা
দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সংগ্রাম চালিয়ে যাবো: মির্জা ফখরুল
দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সংগ্রাম চালিয়ে যাবো: মির্জা ফখরুল
একটা প্রজন্ম স্বাধীনতার ইতিহাস ভুলতে বসেছিল: আইজিপি
একটা প্রজন্ম স্বাধীনতার ইতিহাস ভুলতে বসেছিল: আইজিপি
পাঠ-প্রতিক্রিয়া : ‘ব্রাসেলসের সন্ধ্যাটি ছিল মনোরম’
পাঠ-প্রতিক্রিয়া : ‘ব্রাসেলসের সন্ধ্যাটি ছিল মনোরম’
সর্বাধিক পঠিত
৭০ বছর বয়সে বিয়ের কারণ জানালেন সেই কলেজশিক্ষক
৭০ বছর বয়সে বিয়ের কারণ জানালেন সেই কলেজশিক্ষক
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান
শুকিয়ে যাওয়া তিস্তা নদী হঠাৎ পানিতে টইটম্বুর
শুকিয়ে যাওয়া তিস্তা নদী হঠাৎ পানিতে টইটম্বুর
পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বললেন এরদোয়ান
পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বললেন এরদোয়ান
ওসি হারুন এতো সহজে হারে না: ‘মহানগর ২’
ওসি হারুন এতো সহজে হারে না: ‘মহানগর ২’