X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘ফ্যাভিপিরা’ নিয়ে ‘ঢাকা ট্রায়াল’ এর ফলাফল জানাবে বিকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২০, ০৩:২৮আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৩:২৮

বিকন ফার্মাসিউটিক্যালস করোনাভাইরাসের চিকিৎসায় বিকন ফার্মাসিউটিক্যালসের ফ্যাভিপিরাভিরের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়েছে। বুধবার ( ৮ জুলাই) হোটেল ওয়েস্টিনে তারা এ সর্ম্পকে বিস্তারিত জানাবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক (গ্লোবাল বিজনেস ) মনজুরুল আলম। তিনি বলেন, 'সেমিনারে ট্রায়াল পরিচালনাকারী বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন এ সর্ম্পকে বিস্তারিত জানাবে।'

জেনেরিক নাম ফ্যাভিপিরাভির এর বিকন ফার্মার উৎপাদিত ওষুধের নাম ফ্যাভিপিরা। যেটি জাপানে অ্যাভিগান নামে পরিচিত। 

মনজুরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, 'এ ধরনের ডাবল ব্লাইন্ড ট্রায়াল বাংলাদেশে প্রথম হলো। এ ট্রায়াল ওষুধ প্রশাসন অধিদফতর এবং বিএমআরসি (বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল) এর অনুমোদন পাওয়ায় করা গেছে। ট্রায়ালের শেষ হলো মাত্র, ফল খুব ভালো এসেছে।'

তিনি বলেন, 'কোভিড-১৯ এর উৎপত্তি হওয়া চীনের উহানে প্রথম এ ওষুধের ট্রায়াল হয়, পরে হয় রাশিয়াতে এবং রাশিয়াতে এখন এর ব্যবহার হচ্ছে।' উহান ও রাশিয়ার পর বাংলাদেশে এর ট্রায়াল হলো এবং এর নাম রাখা হয়েছে ‘ঢাকা ট্রায়াল’ বলে জানান তিনি।

মনজুরুল আলম বলেন, 'ট্রায়ালে মূলত এ ওষুধের কার্যকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা সেটা দেখা হয়। এক দল রোগীকে ফ্যাভিপিরাভির দেওয়া হয়েছে, আরেক দলকে দেওয়া হয়নি। কিন্তু যাদের দেওয়া হয়েছে তাদের চার থেকে সাত দিন পর ফলাফলটা ভালো পাওয়া গেছে।'

তিনি বলেন, 'গত এপ্রিলে ওষুধটি নিয়ে এসেছিলাম, তারপর থেকে কাজ করে এখন শেষ করলাম। কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মহানগর হাসপাতাল এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড পজিটিভ এমন ৫০ জন রোগীকে এ ট্রায়ালের অর্ন্তভুক্ত করা হয়।' 

মনজুরুল আলম বলেন, 'বুধবার সেমিনারে ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল সর্ম্পকে বিস্তারিত জানাবেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি ডা. বিল্লাল আলম। সেখানে আরও উপস্থিত থাকবেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আহমেদুল কবীর, অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস এম আব্দুর রহমান ও বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।

 

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের