X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

‘তোমাদের এখন শৃঙ্খল ভাঙার সময়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসৎ ও দুর্নীতিবাজ না হয়ে আত্মশক্তিতে বলিয়ান হতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, ‘পণ করো দুর্নীতিবাজ হবে না। তোমাদের এখন শৃঙ্খল ভাঙার সময়, হার না মানার সময়।’

সোমবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তকলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

আন্তকলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৩-এর ঢাকা জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের তোমরা যারা শিক্ষার্থী– তোমার মধ্যে রয়েছে অপার সম্ভাবনা। তোমরা যা ইচ্ছা তাই করো। তবে প্রকৃত শিক্ষার জায়গা থেকে বিচ্যুত হওয়া যাবে না। অসৎ ও দুর্নীতিবাজ নয়, সৃজনশীল, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হও।’

তিনি যোগ করেন, ‘ফেসবুকে থাকো, অনলাইনে থাকো, ইউটিউব দেখো তাতে আমার বাধা নেই। কিন্তু তোমাদের অবশ্যই প্রতিদিন নির্ধারিত একটি সময় পড়াশোনা করতেই হবে। অনলাইনে ই-বুক এবং ই-জার্নাল সার্চ করতে হবে। প্রচুর আর্টিকেল পাওয়া যায় সেগুলো পড়তে হবে।’

অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, ‘পণ করো, কোনও দিন অসৎ হবে না, দুর্নীতিবাজ হবে না। তোমরা হবে সৃজনশীল, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক।’

তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৫ লাখ শিক্ষার্থীকে বলবো, তোমরা শুধু নিজের ভাগ্য পরিবর্তন করবে না, পুরো বাংলাদেশকে পাল্টে দিতে হবে। সে কারণেই আমরা সৃজনশীলতার পথ ধরে ক্রীড়া, সংস্কৃতি এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি। তোমাদের কোনও দাবি ছিল না, কিন্তু গত বছর আমরা এই প্রতিযোগিতায় বিজয়ীদের ভারতের কলকাতায় পাঠিয়েছি। তারা ওই দেশের দুটি বিশ্ববিদ্যালয়ে পারফর্ম করেছে। শুধু বই পড়ায় অভ্যস্ত হওয়া শিক্ষার্থী আমরা চাই না। গান, কবিতা, বিতর্ক তথা সৃজনশীলতাকে মনেপ্রাণে ধারণ করো। আমি চাই– আমার শিক্ষার্থীরা চৌকস হবে।’

ঢাকা কমার্স কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. সফিক আহমেদ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফৈয়াজ খান, অতিথি হিসেবে ছিলেন ঢাকা কমার্স কলেজের পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক মো. আবু সালেহ। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবু মাসুদ।

 

 

 

--

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও ৯ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদনের সময় বেড়েছে, ক্লাস শুরু ২৬ মে
সর্বশেষ খবর
ঐকমত্য কমিশনের সঙ্গে সিপিবির আলোচনা
ঐকমত্য কমিশনের সঙ্গে সিপিবির আলোচনা
রাশিয়ার ক্রাকোভ কনস্যুলেট বন্ধের ঘোষণা পোল্যান্ডের
রাশিয়ার ক্রাকোভ কনস্যুলেট বন্ধের ঘোষণা পোল্যান্ডের
ঈদের পোশাক এনেছে লা রিভ
ঈদের পোশাক এনেছে লা রিভ
আও.লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেফতার 
আও.লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেফতার 
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়