X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

সুইজারল্যান্ডে মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যা বললেন জাহিদ মালেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৫

ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হাসপাতাল ব্যবস্থাপনা, রোগীদের চিকিৎসা সংক্রান্ত রেকর্ড, রিপোর্টিং, পরীক্ষা, মনিটরিং ইত্যাদি বিষয়কে সমন্বয় করে একটি প্রকল্প গ্রহণের পরিকল্পনা করছে সরকার। প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের পর বাস্তবায়িত হলে তা রোগীদের জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ছাড়াও বাংলাদেশের স্বাস্থ্যসেবার সার্বিক গুণগত মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সুইজারল্যান্ডের মন্ট্রিল শহরে আয়োজিত দুই দিনব্যাপী রোগীদের সুরক্ষা সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী রোগীদের নিরাপদ চিকিৎসা সেবা প্রদানে সরকারের গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরার সময় তিনি এ তথ্য জানান। তাছাড়া তিনি স্বাস্থ্য মন্ত্রীদের সম্মানে আয়োজিত এক নৈশভোজেও অংশগ্রহণ করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ ইতিমধ্যে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে যা শিগগিরই জাতীয় সংসদের অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। তাছাড়া রোগীদের জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ সংক্রান্ত নানা আইন ও বিধিকে সংস্কার ও যুগোপযোগী করার মাধ্যমে হাসপাতালে মনিটরিং, জবাবদিহিতা নিশ্চিত করা, রোগীর সুরক্ষা ও ক্ষমতায়ন, ক্ষতিগ্রস্ত রোগীদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা, ওষুধের সঠিক ব্যবহার ও অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সম্মেলনে অংশগ্রহণকারী স্বাস্থ্য মন্ত্রীদের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করে তিনি সুইস প্রেসিডেন্ট এলান বারসেট, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিসের সঙ্গে সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও রোহিঙ্গাগাদের স্বাস্থ্যসেবায় এবং মানবিক সাহায্য প্রদানে সরকারের গৃহীত পদক্ষেপ এবং করোনা মোকাবিলায় সরকারের সাফল্য তুলে ধরেন।

তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে করোনা প্রতিরোধে বাংলাদেশকে আরও বেশি বুস্টার ডোজ সরবরাহের জন্য আহ্বান জানান। সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ থেকে আরও বেশি করে ডাক্তার ও নার্স নিয়োগ দিতে অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

/এসএসজেড/এফআর/
সম্পর্কিত
সৈয়দপুর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী
‘যে চিকিৎসককে যেখানে পদায়ন করা হবে তাকে সেখানেই থাকতে হবে’
কমিউনিটি ক্লিনিকগুলোকে ‘গোয়ালঘরে’ পরিণত করেছিল বিএনপি: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
এনবিআর বিভক্ত করায় রাজস্ব আদায়ে কোনও প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
এনবিআর বিভক্ত করায় রাজস্ব আদায়ে কোনও প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
ক্লোরিন থেকে চুল বাঁচানোর উপায় জেনে নিন
ক্লোরিন থেকে চুল বাঁচানোর উপায় জেনে নিন
১৬১ টাকা লিটার দরে রাইস ব্রান তেল কেনার সিদ্ধান্ত
১৬১ টাকা লিটার দরে রাইস ব্রান তেল কেনার সিদ্ধান্ত
জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি