X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সুইজারল্যান্ডে মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যা বললেন জাহিদ মালেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৫

ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হাসপাতাল ব্যবস্থাপনা, রোগীদের চিকিৎসা সংক্রান্ত রেকর্ড, রিপোর্টিং, পরীক্ষা, মনিটরিং ইত্যাদি বিষয়কে সমন্বয় করে একটি প্রকল্প গ্রহণের পরিকল্পনা করছে সরকার। প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের পর বাস্তবায়িত হলে তা রোগীদের জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ছাড়াও বাংলাদেশের স্বাস্থ্যসেবার সার্বিক গুণগত মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সুইজারল্যান্ডের মন্ট্রিল শহরে আয়োজিত দুই দিনব্যাপী রোগীদের সুরক্ষা সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী রোগীদের নিরাপদ চিকিৎসা সেবা প্রদানে সরকারের গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরার সময় তিনি এ তথ্য জানান। তাছাড়া তিনি স্বাস্থ্য মন্ত্রীদের সম্মানে আয়োজিত এক নৈশভোজেও অংশগ্রহণ করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ ইতিমধ্যে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে যা শিগগিরই জাতীয় সংসদের অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। তাছাড়া রোগীদের জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ সংক্রান্ত নানা আইন ও বিধিকে সংস্কার ও যুগোপযোগী করার মাধ্যমে হাসপাতালে মনিটরিং, জবাবদিহিতা নিশ্চিত করা, রোগীর সুরক্ষা ও ক্ষমতায়ন, ক্ষতিগ্রস্ত রোগীদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা, ওষুধের সঠিক ব্যবহার ও অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সম্মেলনে অংশগ্রহণকারী স্বাস্থ্য মন্ত্রীদের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করে তিনি সুইস প্রেসিডেন্ট এলান বারসেট, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিসের সঙ্গে সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও রোহিঙ্গাগাদের স্বাস্থ্যসেবায় এবং মানবিক সাহায্য প্রদানে সরকারের গৃহীত পদক্ষেপ এবং করোনা মোকাবিলায় সরকারের সাফল্য তুলে ধরেন।

তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে করোনা প্রতিরোধে বাংলাদেশকে আরও বেশি বুস্টার ডোজ সরবরাহের জন্য আহ্বান জানান। সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ থেকে আরও বেশি করে ডাক্তার ও নার্স নিয়োগ দিতে অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

/এসএসজেড/এফআর/
সম্পর্কিত
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
আনু মুহাম্মদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
সারা দেশে হাসপাতালের শয্যা খালি রাখার নির্দেশ
সর্বশেষ খবর
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা