X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

আশুলিয়ার নাইটিংগেল মেডিক্যাল কলেজের অনুমোদন বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৩, ২৩:১০আপডেট : ২৫ জুন ২০২৩, ২৩:১০

মানহীন শিক্ষা প্রদানের অভিযোগে বেসরকারি প্রতিষ্ঠান নাইটিংগেল মেডিক্যাল কলেজের শিক্ষা কার্যক্রমের অনুমোদন বাতিল করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। গত ২২ জুন জারি করা এক চিঠিতে একথা জানান হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতর সূত্রে জানা যায়, গত ৮ জুন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে মন্ত্রণালয়ে এক সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নাইটিংগেল মেডিক্যাল কলেজের অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে বেসরকারি মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০১২ এবং ‘বেসরকারি মেডিক্যাল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা ২০১১ (সংশোধিত)’ অনুসারে কলেজটি পরিচালিত না হওয়ায় এর অনুমোদন বাতিল করে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

এছাড়া কলেজের শিক্ষার্থীদের অন্যান্য মেডিক্যাল কলেজে মাইগ্রেশন করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। নানা অভিযোগ আসায় ওই মেডিক্যাল কলেজের অনুমোদন স্থগিত রেখেছিল মন্ত্রণালয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ৮ জুন অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী অনুমোদন বাতিল করা নাইটিংগেল মেডিক্যাল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অন্যান্য বেসরকারি মেডিক্যাল কলেজের সক্ষমতা বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে আলোচনা করে মাইগ্রেশনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ২০১৭ সালের ২১ নভেম্বর ২০১৭-১৮ শিক্ষাবর্ষে নাইটিংগেল মেডিক্যাল কলেজসহ বেসরকারি পাঁচটি মেডিক্যাল বা ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য অধিদফতর।

শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না থাকায় নাইটিংগেল মেডিক্যাল কলেজের ২০১৭-১৮ বর্ষের ৪৫ জন শিক্ষার্থী অন্য বেসরকারি মেডিক্যাল কলেজে মাইগ্রেশনের মাধ্যমে স্থানান্তরের সুযোগ চেয়ে ২০২২ সালের আগস্ট মাসে হাইকোর্টে রিট করেন। চতুর্থ বর্ষের ৫২ শিক্ষার্থীকে অন্য বেসরকারি মেডিক্যাল কলেজে মাইগ্রেশনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

গত ৪ জুন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
সাতক্ষীরায় হাসপাতাল ভাঙচুরে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সেই নেতা বহিষ্কার
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
হেলথ অ্যাপের মাধ্যমে ডিজিটাইজ হবে শিশুর স্বাস্থ্যসেবা
সর্বশেষ খবর
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ