X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

অনির্দিষ্টকালের জন্য ম্যাটস বন্ধ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৩, ১৭:৪৫আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১৭:৪৫

চার দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য সরকারি-বেসরকারি মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ হুমায়ুন কবীরের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আজ থেকে সব সরকারি-বেসরকারি মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সব ছাত্র-ছাত্রীকে হোস্টেল ত্যাগ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া স্কুল পর্যন্ত বন্ধ থাকবে।

ম্যাটস বন্ধের বিষয়ে মহাপরিচালকের সম্মতি রয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

তবে বন্ধের বিষয়ে জানতে চাইলে অধিদফতরের কর্মকর্তারা সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি। ওপরের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য ম্যাটস বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে বলে জানান তারা।

এদিকে, চার দফা দাবিতে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের সামনে আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিলেন ম্যাটস শিক্ষার্থীরা। গতকাল রাত পর্যন্ত অধিদফতরের সামনে অবস্থান নেন তারা। এরপর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আন্দোলনকারীরা জানান, দাবি পূরণে মহাপরিচালকের ১৫ দিনের সময়ের আশ্বাসে ৫ সেপ্টেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের সামনে অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু ১৫ দিন অতিবাহিত হওয়ার পরও দাবি আদায়ে কোনও সুরাহা হয়নি।

৪ দফা দাবির মধ্যে আছে, বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ চাই, অনতিবিলম্বে চার বছরের অ্যাকাডেমিক কোর্স বহাল রেখে আগের মতো এক বছরের ইন্টার্নশিপসহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন চাই, অ্যালাইড হেলথ শিক্ষা বোর্ড বাতিল করে ‘মেডিক্যাল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন করা এবং অনতিবিলম্বে শূন্যপদে নিয়োগ ও কর্মসংস্থান সৃজন চাই (কমিউনিটি ক্লিনিকসহ সব সরকারি ও বেসরকারি হসপিটাল/ক্লিনিকে পাস করা ডিএমএফদের পদ সৃষ্টি করে পদায়ন করা)।

 

/এসও/আরআইজে/
সম্পর্কিত
জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির খসড়া অধ্যাদেশ বাতিলের দাবি
নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি
দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা বাতিলের দাবি
সর্বশেষ খবর
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ