X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

স্বাস্থ্য খাতে বিপুল সহযোগিতার আশ্বাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৪, ২২:১৭আপডেট : ২৫ মে ২০২৪, ২২:১৭

দেশের স্বাস্থ্য খাতে বিপুল সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেইয়েসুস। শনিবার (২৫ মে) সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই সহযোগিতার কথা জানান তিনি।

মন্ত্রণালয় জানায়, কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের সঙ্গেই মহাপরিচালক প্রথম আলোচনা সভা শুরু করেন। সভায় স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশে স্বাস্থ্য খাতে বিগত ১৫ বছরের অর্জন, করোনা অতিমারি মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমর্থন ও সহযোগিতা, দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর আঞ্চলিক পরিচালক পদের নির্বাচনে ড. সায়েমা ওয়াজেদ পুতুলকে বিপুল বিজয় ও সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি বাংলাদেশে সংক্রামক ও অসংক্রামক ব্যাধি প্রতিরোধ, ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপন ও ভ্যাকসিন তৈরি, কমিউনিটি ক্লিনিককে জনস্বাস্থ্য সেবার মূল কেন্দ্রে রেখে অধিকতর শক্তিশালীকরণ, আউট অব পকেট এক্সেপেন্ডিচার অর্থাৎ নিজস্ব ব্যয়ে খরচ কমানোসহ ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ও টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে স্বাস্থ্য খাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরও বেশি সহযোগিতা প্রদানের বিষয়ে মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন।

ড. টেড্রোস, বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিপুল অর্জন ও উত্তম সেবা নিয়ে ভূয়সী প্রশংসা করেন এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সব প্রয়োজনীয় সমর্থন ও সহযোগিতা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এ সময় ড. টেড্রোসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং তিনি অবিলম্বে তা বাস্তবায়নের আশ্বাস দেন। এদিকে সংশ্লিষ্টদের বিশ্বাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে দ্বিপাক্ষিক এ সভার মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যাপক সংস্কার ও উন্নয়ন নিশ্চিত করার নতুন দ্বার উন্মোচিত হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রতিনিধি সঞ্চিতা হক, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ যুগ্ম সচিব মো. মামুনুর রশীদ ও স্বাস্থ্য অধিদফতরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
ঢাকায় ‘নকল’ অ্যানেসথেশিয়ার ওষুধ উদ্ধার, সারা দেশে অভিযানের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
ঢামেক পরিচালককে সাংবাদিকদের সঙ্গে বিবাদে না জড়ানোর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
ছয় হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার
সর্বশেষ খবর
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
নির্দিষ্ট স্থানে কোরবানি: ডিএনসিসির উদ্যোগে সাড়া দেয়নি এলাকাবাসী
নির্দিষ্ট স্থানে কোরবানি: ডিএনসিসির উদ্যোগে সাড়া দেয়নি এলাকাবাসী
ঈদে বাড়ি যাওয়ার পথে খুন হলেন কাশিমপুর কারাগারের কর্মকর্তা
ঈদে বাড়ি যাওয়ার পথে খুন হলেন কাশিমপুর কারাগারের কর্মকর্তা
২৪ বছরের আক্ষেপ নিয়ে ইউরো মিশনে ফ্রান্স
২৪ বছরের আক্ষেপ নিয়ে ইউরো মিশনে ফ্রান্স
সর্বাধিক পঠিত
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
গাজায় কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের
গাজায় কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ