দেশে আরও ১০৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বুধবার (১০ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৮টার মধ্যে এসব রোগী হাসপাতালে ভর্তি হন। তবে এ সময়ের মধ্যে কেউ মারা যাননি।
বৃহস্পতিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমে থেকে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬০ জন ঢাকার। ৪৩ জন অন্যান্য জেলার। ঢাকার রোগীদের মধ্যে ২৫ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ২০ জন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় অবস্থান করছিলেন। সিটি করপোরেশন এলাকার বাইরে অবস্থান করছিলেন বাকি ১৫ জন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৩১১ জন। তাদের মধ্যে ৪৭ জনের মৃত্যু হয়েছে। শুধু জুলাই মাসে এখন পর্যন্ত ৬৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন তিন জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩১৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতে ১৫৩ জন। বাকি ১৬২ জন অন্য বিভাগে।