X
বুধবার, ১৯ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক হলেন ডা. মোহাম্মদ নাসির উদ্দীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৩

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ নাসির উদ্দীন। তিনি এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (পার-১) উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বা স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. মোহাম্মদ নাসির উদ্দীনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক পদে বদলি বা পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে বদলি বা পদায়ন করা এই কর্মকর্তা আগামী ৩ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন। অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর ন্যস্তকৃত বিভাগে বা কর্মস্থলে মুভ ইন হবেন।

ডা. নাসির উদ্দীন ১৯৯৭ সালে বিসিএস ১৭তম ব্যাচের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন। ১৯৯৯ সাল থেকে দীর্ঘ ২৫ বছরের অস্ত্রোপচার জীবনে তিনি সহকারী রেজিস্ট্রার, রেজিস্ট্রার, রেসিডেন্ট সার্জন, জুনিয়র কনসালট্যান্ট, সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হিসেবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল ও ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৩ সালে সার্জারিতে এফসিপিএস এবং ২০১২ সালে প্লাস্টিক সার্জারিতে এমএস ডিগ্রি অর্জন করেন। ২০১৯ সালে, তিনি আমেরিকান কলেজ অফ সার্জনস থেকে এফএসিএস ডিগ্রি এবং পরে যুক্তরাজ্যের রয়েল কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস থেকে সার্জারিতে অসামান্য অবদানের জন্য এফআরসিএস পুরষ্কার পেয়েছিলেন। তিনি অস্ট্রেলিয়া, জার্মানি, সিঙ্গাপুর, তুরস্ক, থাইল্যান্ড ও ভারত থেকে প্লাস্টিক সার্জারির উন্নত প্রশিক্ষণ নিয়েছেন। তিনি দেশে-বিদেশে অসংখ্য বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণ ও গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি জাতীয় টেলিভিশনে নিয়মিত বার্ন ও প্লাস্টিক সার্জারির বিভিন্ন সমস্যা নিয়ে রোগীদের পরামর্শ দিয়ে থাকেন।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
ঢাকা মেডিক্যালে চোখের নিচে বিদ্ধ টেঁটার সফল অপারেশন
খিলক্ষেতে শিশুকে ধর্ষণের অভিযোগফরেনসিক রিপোর্টে নির্যাতনের আলামত, গণপিটুনির শিকার যুবককে আটক
পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
সর্বশেষ খবর
রোহিঙ্গাদের বায়োমেট্রিক ডেটাবেইস ইসিকে দিতে সম্মত ইউএনএইচসিআর
রোহিঙ্গাদের বায়োমেট্রিক ডেটাবেইস ইসিকে দিতে সম্মত ইউএনএইচসিআর
‘বাজেটে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিতে হবে’
‘বাজেটে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিতে হবে’
বান্দরবানে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪
বান্দরবানে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪
হ্যান্ডবলে ৩৪ বছরের শাসনের অবসান, সালাউদ্দিনের হাতে ব্যাটন
হ্যান্ডবলে ৩৪ বছরের শাসনের অবসান, সালাউদ্দিনের হাতে ব্যাটন
সর্বাধিক পঠিত
প্রশাসনে চলছে চাপা ক্ষোভ ও উত্তেজনা
প্রশাসনে চলছে চাপা ক্ষোভ ও উত্তেজনা
নাজমুল হাসান পাপনের দেখা মিললো লন্ডনে
নাজমুল হাসান পাপনের দেখা মিললো লন্ডনে
রাজধানীতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, আহত ১২ পুলিশ
রাজধানীতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, আহত ১২ পুলিশ
সরকারের হস্তক্ষেপে ৭৫% কমলো এয়ার টিকিটের মূল্য
সরকারের হস্তক্ষেপে ৭৫% কমলো এয়ার টিকিটের মূল্য
রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাথমিকের শিক্ষক গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাথমিকের শিক্ষক গ্রেফতার