X
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২

করোনায় দুই জনের মৃত্যু, শনাক্ত ১৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৫, ১৮:০৫আপডেট : ১৩ জুন ২০২৫, ১৮:৪১

দেশে করোনায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (১৩ জুন) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এ সময় নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া ওই দুই জন নারী। তাদের একজনের বয়স ২১ থেকে ৩০ আর আরেকজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। তাদের একজন  ঢাকা আর আরেকজন চট্টগ্রাম বিভাগের। একজন সরকারি, অপরজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই দুই জনসহ এ বছর করোনায় তিন জনের মৃত্যু হলো।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে ১৫ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৯ জন ঢাকার। চট্টগ্রাম ও কুমিল্লা জেলার দুই জন করে। কক্সবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় রয়েছেন এক জন করে। দেশের বাকি ছয় বিভাগে এ সময় কোনও  নমুনা পরীক্ষা হয়নি। 

গত ৪ জুন করোনায় আক্রান্ত হয়ে রাজধানীতে একজনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া ওই ব্যক্তি পুরুষ। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া নমুনা পরীক্ষার বিপরীতে এ বছর এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১১ দশমিক ১৯ শতাংশ। 

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮০০ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া তিন জনসহ মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৪০১ জন।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি) জানিয়েছে, বাংলাদেশে অমিক্রনের দুটি নতুন সাব ভ্যারিয়েন্ট এক্সএফজি ও এক্সএফসির আবির্ভাব হয়েছে, যা সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

কোভিড সংক্রমণ প্রতিরোধে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার অনুরোধসহ ১১ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সব হাসপাতালে করোনার জন্য শয্যা প্রস্তুতের নির্দেশও দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে পরীক্ষা চালু হবে।

/এসএনএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
দায়িত্বরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
যাত্রাবাড়ীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
সর্বশেষ খবর
নাগালের বাইরে সবজি, দাম বেড়েছে মুরগি ও মাছের
নাগালের বাইরে সবজি, দাম বেড়েছে মুরগি ও মাছের
আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার: বাস্তবায়ন হবে তো?
আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার: বাস্তবায়ন হবে তো?
চার দশকের সশস্ত্র সংগ্রামের অবসান, পিকেকে’র নিরস্ত্রীকরণ শুরু
চার দশকের সশস্ত্র সংগ্রামের অবসান, পিকেকে’র নিরস্ত্রীকরণ শুরু
‘আপনারা কি এই চাঁদাবাজদের ক্ষমতায়িত করবেন’
মিটফোর্ড হত্যা‘আপনারা কি এই চাঁদাবাজদের ক্ষমতায়িত করবেন’
সর্বাধিক পঠিত
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার
অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার
‘আমার ও মোহামেডানের মধ্যে আর কোনও সম্পর্ক নেই’
‘আমার ও মোহামেডানের মধ্যে আর কোনও সম্পর্ক নেই’
বসুন্ধরা আবাসিক থেকে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
বসুন্ধরা আবাসিক থেকে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
১৮ বিচারককে অবসরে পাঠালো সরকার
১৮ বিচারককে অবসরে পাঠালো সরকার