X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

সংযোগে বিশ্বসেরা বিমানবন্দরের স্বীকৃতি পেলো লন্ডনের হিথ্রো

জার্নি ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১১

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এ বছর চালু হয়েছে তৃতীয় রানওয়ে আমেরিকার হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের স্বীকৃতি অর্জন করেছে। ওদিকে বেশি চাহিদার ফ্লাইট রুটের দিক দিয়ে এশিয়া এগিয়ে। তবে বিশ্বসেরা সংযোগ স্থাপনের বেলায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরই রাজা! ২০১৮ সালে বৈশ্বিক এভিয়েশনের সবচেয়ে ব্যস্ত দিনে সেখানে ছয় ঘণ্টায় ৬৬ হাজার ফ্লাইট অবতরণ ও উড্ডয়নের রেকর্ড গড়েছে। যুক্তরাজ্য ভিত্তিক বিমান ভ্রমণ বিষয়ক তথ্য সংস্থা ওএজি নতুন প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে।

আমেরিকার শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে তালিকার দুই নম্বরে। তিন ও চার নম্বর স্থান পেয়েছে ইউরোপের দুই বিমানবন্দর ফ্রাঙ্কফুট ও আমস্টারডাম। এশিয়ায় সংযোগ স্থাপনে সেরা হয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। সারাবিশ্ব মিলিয়ে এর অবস্থান অষ্টম। ফ্রান্সের চার্লস দো গল বিমানবন্দর ৯ নম্বরে ও জার্মানির মিউনিখ বিমানবন্দর আছে ১১ নম্বরে।

সংযোগ স্থাপনের বিশ্বসেরা ১৫ বিমানবন্দরের তালিকায় কানাডা থেকে কেবল স্থান পেয়েছে টরন্টো পিয়ারসন। সেখানে এয়ার কানাডার আধিপত্য উত্তর আমেরিকায় সংযোগ স্থাপনে দ্বিতীয় হয়েছে টরন্টো বিমানবন্দর। এর অবস্থান পঞ্চম। এছাড়া লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর ষষ্ঠ ও হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে সপ্তম।

দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে ইন্দোনেশিয়ার সুকার্নো-হাতা আন্তর্জাতিক বিমানবন্দর ১০ নম্বরে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ১২ নম্বরে, হংকং আন্তর্জাতিক বিমানবন্দর ১৩ নম্বর ও সুবর্ণভূমি বিমানবন্দর আছে ১৪ নম্বরে। দক্ষিণ কোরিয়ার ইনচিওন আন্তর্জাতিক বিমানবন্দর আছে ১৫ নম্বরে।

ওএজি’র মেগাহাবস ইন্টারন্যাশনাল ইনডেক্স ২০১৮ অনুযায়ী, শীর্ষ ৫০টি বিমানবন্দরে একটি করে এয়ারলাইনের ৪০ শতাংশ কিংবা তারও বেশি ফ্লাইট রয়েছে। যেমন, লন্ডনের হিথ্রোতে ৫২ শতাংশ ফ্লাইটই পরিচালনা করে ব্রিটিশ এয়ারওয়েজ। এই বিমানবন্দরে যাত্রী সংখ্যা বছরে ৮ কোটি থেকে বেড়ে ২০৩০ সালের মধ্যে দাঁড়াবে ১১ কোটিতে।

শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনাইটেড এয়ারলাইনস (৪৮ শতাংশ), ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে লুফথানসা (৬৩ শতাংশ), আমস্টারডাম বিমানবন্দর স্কিফুলে কেএলএম (৫১ শতাংশ), টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার কানাডা (৬০ শতাংশ), লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনস (২১ শতাংশ), হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরে ডেলটা এয়ারলাইনস (৭৯ শতাংশ), সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দরে সিঙ্গাপুর এয়ারলাইনস (২৩ শতাংশ), চার্লস দো গল বিমানবন্দরে এয়ার ফ্রান্স (৫১ শতাংশ), সুকার্নো-হাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গারুদা ইন্দোনেশিয়া (২৮ শতাংশ), মিউনিখ বিমানবন্দরে লুফথানসা (৫৯ শতাংশ), কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারএশিয়া (৪০ শতাংশ), হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ (২৬ শতাংশ), সুবর্ণভূমি বিমানবন্দরে থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল (২১ শতাংশ) ও ইনচিওন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান আকাশসেবা সংস্থা কোরিয়ান এয়ার (২১ শতাংশ)।

শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ফ্লাইটের প্রায় অর্ধেকই পরিচালনা করে ইউনাইটেড এয়ারলাইনস সংযোগে বিশ্বসেরা ১৫ বিমানবন্দর
১. হিথ্রো বিমানবন্দর, যুক্তরাজ্য
২. শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর, যুক্তরাষ্ট্র
ইউরোপে সংযোগ স্থাপনে দ্বিতীয় সেরা বিমানবন্দর ফ্রাঙ্কফুর্ট। সেখানে লুফথানসার জয়জয়কার ৩. ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর, জার্মানি
আমস্টারডাম বিমানবন্দর স্কিফুলে মোট ফ্লাইটের অর্ধেকেরও বেশি পরিচালনা করে কেএলেএম ৪. আমস্টারডাম বিমানবন্দর স্কিফুল, নেদারল্যান্ডস
৫. টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর, কানাডা
লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের প্রাধান্য ৬. লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর, যুক্তরাষ্ট্র
হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা হলো বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর ৭. হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর, যুক্তরাষ্ট্র
টানা ছয় বছর বিশ্বের সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর চাঙ্গি ৮. সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর, সিঙ্গাপুর
প্যারিসের চার্লস দো গল বিমানবন্দরে মোট ফ্লাইটের অর্ধেকেরও বেশি পরিচালনা করে এয়ার ফ্রান্স ৯. চার্লস দো গল বিমানবন্দর, ফ্রান্স
শীর্ষ দশে স্থান পাওয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার চারটি বিমানবন্দরের মধ্যে আছে জাকার্তার সুকার্নো-হাতা ১০. সুকার্নো-হাতা আন্তর্জাতিক বিমানবন্দর, ইন্দোনেশিয়া
সংযোগ স্থাপনে বিশ্বসেরা ১৫ বিমানবন্দরের তালিকায় ইউরোপের পাঁচ বিমানবন্দরের মধ্যে আছে মিউনিখ ১১. মিউনিখ বিমানবন্দর, জার্মানি
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ১০টি ফ্লাইটের চারটিই এয়ারএশিয়ার ১২. কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, মালয়েশিয়া
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালনা করে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ ১৩. হংকং আন্তর্জাতিক বিমানবন্দর, হংকং
ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনালের জয়জয়কার ১৪. সুবর্ণভূমি বিমানবন্দর, ব্যাংকক
১৫. ইনচিওন আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ কোরিয়া
সূত্র: সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
ছেলেবেলার ক্লাবের শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো
ছেলেবেলার ক্লাবের শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
মুক্তিযোদ্ধাকে মারধর, আ.লীগ নেতার ভাগনে কারাগারে
মুক্তিযোদ্ধাকে মারধর, আ.লীগ নেতার ভাগনে কারাগারে
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়