X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সোনাক্ষীর লাগেজ ভেঙে দিলো ইন্ডিগো!

জার্নি ডেস্ক
০৫ নভেম্বর ২০১৯, ১৫:২৬আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১৫:২৯

লাগেজ ও সোনাক্ষী আকাশপথে ভ্রমণ সবসময় সুখকর হয় না। বিশেষ করে লাগেজ নিয়ে সাধারণ মানুষের মতো তারকারাও তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হন।
এবার বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা জানালেন, তার একটি লাগেজ ভেঙে গেছে। ভারতের বাজেট এয়ারলাইন ইন্ডিগোর একটি ফ্লাইট থেকে নামার পর এমন পরিস্থিতিতে পড়ে খুব বিরক্ত তিনি।

টুইটারে ভারতের এই বাজেট এয়ারলাইনের সমালোচনা করেছেন সোনাক্ষী। একইসঙ্গে জুড়ে দিয়েছেন একটি ভিডিও। এতে তিনি দেখিয়েছেন, স্যুটকেসের ওপরের ও পাশের দুটি হাতল আর নিচে একটি চাকা পুরো ভাঙা।

ভিডিওতে সোনাক্ষী বলেন, ‘আজ (গত ৩ নভেম্বর) ইন্ডিগোর ফ্লাইটে ওঠার সময় পুরোপুরি ভালো একটি স্যুটকেস এনেছিলাম। কিন্তু পরে দেখি দুটি হাতল ভাঙা আর একটি চাকা নেই।’ এরপর ইন্ডিগো কর্তৃপক্ষকে তীর্যকভাবে তিনি বলেন, ‘ইন্ডিগোর কর্মীদের ধন্যবাদ!’ এরপর লাগেজ প্রতিষ্ঠান স্যামসোনাইটের উদ্দেশে ৩২ বছর বয়সী এই তারকা বলেন, ‘খুবই দুঃখিত স্যামসোনাইট, ইন্ডিগোতে তুমিও টিকে থাকতে পারলে না!’

সোনাক্ষীর টুইট দেখেই ইন্ডিগো কর্তৃপক্ষ উত্তর দিতে দেরি করেনি। তাদের টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘সোনাক্ষী, আমাদের সঙ্গে সংযোগের জন্য ধন্যবাদ। লাগেজটির জন্য আমরা সত্যিই দুঃখিত। আপনার আগামী ছবিগুলোর জন্য শুভকামনা রইলো। আশা করি, শিগগিরই আমাদের দেখা হবে।’

সোনাক্ষীর ভিডিওটি দেখে টুইটার ব্যবহারকারীদের অনেকে তার প্রতি সমর্থন জানিয়েছেন। ইন্ডিগোর সঙ্গে একইরকম অভিজ্ঞতার বর্ণনাও দেন কয়েকজন। কেউ কেউ তাদের ক্ষতিগ্রস্ত লাগেজের ছবি পোস্ট করেছেন।

/জেএইচ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ২ শিশুসন্তানের মৃত্যু
পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ২ শিশুসন্তানের মৃত্যু
ভারত সিরিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির খোঁজে বাংলাদেশ
ভারত সিরিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির খোঁজে বাংলাদেশ
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই