X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ঢাকায় সহসা ফ্লাইট শুরু করছে না তার্কিশ এয়ারলাইনস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২০, ১৯:২৫আপডেট : ০২ জুলাই ২০২০, ২২:২৭

তার্কিশ এয়ারলাইনস ঢাকা থেকে আগামীকাল আবারও তার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট চালু হওয়ার কথা ছিল। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তুরস্কের পতাকাবাহী এই সংস্থা। তাই ঢাকা-ইস্তানবুল রুটে সহসা তাদের উড়োজাহাজ চলাচল করবে না।
কয়েকদিন আগে ৩ জুলাই থেকে সপ্তাহে তিনটি করে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল তার্কিশ। তবে বৃহস্পতিবার (২ জুলাই) তাদের ৩ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
কবে নাগাদ ফ্লাইট শুরু করা হবে তা নিশ্চিত করেনি তার্কিশ। এ কারণে উল্লিখিত পাঁচদিনের টিকিট কেটে রাখা যাত্রীরা পড়েছেন বিপাকে। বৃহস্পতিবার শতাধিক যাত্রী রাজধানীর গুলশানে তার্কিশের ঢাকা অফিসের সামনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ঢাকায় অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইনসটি।

সূত্র জানায়, কাতার এয়ারওয়েজ ও এমিরেটস ঢাকা রুটে ফ্লাইট শুরুর পর তার্কিশ এয়ারলাইনসও ফের ফ্লাইট শুরু করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে আবেদন করে। গত ২৮ জুন বেবিচক সেই অনুমোদন দেয়। এরপর ঢাকা থেকে তুরস্ক হয়ে ইতালি, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে যাত্রীদের কাছে টিকিট বিক্রি শুরু করে।
তার্কিশ এয়ারলাইনসের একজন প্রতিনিধি নাম না প্রকাশের শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যাত্রীদের সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং এর বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তুরস্ক। দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ করোনা পরিস্থিতি আকস্মিকভাবে পুনর্বিবেচনা করায় চলতি সপ্তাহে বাণিজ্যিক ফ্লাইট কার্যক্রমে সাময়িক বিরতি রাখার নতুন নির্দেশনা এসেছে। এ কারণে ৩ থেকে ৭ জুলাইয়ের ফ্লাইটগুলো বাাতিল করতে বাধ্য হয়েছি আমরা।’

সূত্র জানায়, যেসব দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে সেসব দেশে ফ্লাইট বন্ধ রাখার নতুন সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। দেশটির সিভিল এভিয়েশন করোনা সংক্রমণের ঝুঁকিতে থাকা গন্তব্যগুলোতে ফ্লাইট পরিচালনা না করতে নির্দেশ দিয়েছে। বাংলাদেশেও করোনা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ বিবেচনায় ফ্লাইট বন্ধ রাখা হচ্ছে।

তার্কিশ এয়ারলাইনস জানিয়েছে- ৩ থেকে ৭ জুলাইয়ের টিকিট ক্রেতাদের পরবর্তী সময়ে অগ্রাধিকার ভিত্তিতে ফ্লাইট বরাদ্দ দেওয়া হবে। বর্তমান করোনা পরিস্থিতিতে অফিস চালু রাখা স্বাস্থ্যবিধির অন্তরায় মনে করছে প্রতিষ্ঠানটি। যাত্রীরা ০১৮৪৪০৫৯৯৬১ নম্বরে কল করতে পারবেন অথবা আন্তর্জাতিক গ্রাহক সেবা নম্বরে (+৯০৮৫০৩৩৩০৮৪৯) কল করতে পারবেন।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর
এভিয়েশন সিকিউরিটির নতুন ইউনিফর্ম উদ্বোধন
ফ্লাইটে বার্ড হিট, মাঝ আকাশ থেকে ফিরে এলো বিমান
সর্বশেষ খবর
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল