X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর আবারও হাওয়াই পার্ক

জার্নি ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৮, ২১:১২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৫

হাওয়াই ন্যাশনাল ভলকানোস পার্ক যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের কিলুইয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের চার মাসেরও বেশি সময় পর আবারও চালু হলো হাওয়াই ভলকানোস ন্যাশনাল পার্ক। শনিবার (২২ সেপ্টেম্বর) আমেরিকার জাতীয় জনবসতি দিবসে দর্শনার্থীদের জন্য এর ফটক খুলে দেওয়া হয়। এদিন অবশ্য কোনও প্রবেশমূল্য রাখা হয়নি।

হাওয়াই ভলকানোস ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষের দাবি, এখন জায়গাটি পর্যটকদের জন্য নিরাপদ। শুধু বেড়ানোর সময় একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, এই যা! দর্শনার্থীদের সতর্ক করে পার্কের সুপারিনটেন্ডেন্ট সিন্ডি অরল্যান্ডো জানান, সেখানে এখন ঘোরাফেরার স্থান থাকবে সীমিত। 

পার্ক পুনরায় চালু হওয়ায় পাহাড় ধস ও বিশাল গর্তে পড়ার মতো বিপজ্জনক পরিস্থিতি এড়াতে দর্শনার্থীদের সতর্কবাণী হিসেবে বিশেষ কিছু উপদেশ দিয়েছে হাওয়াই ভলকানোস ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, ‘কিলুয়ার অসাধারণ ল্যান্ডস্কেপ ক্রমাগত শক্তিশালী ও অনিয়ন্ত্রিত প্রাকৃতিক শক্তির মাধ্যমে রূপান্তরিত হচ্ছে। তাই এই গতিশীল প্রাকৃতিক প্রক্রিয়াকে গুরুত্ব দিন ও পরিবেষ্টিত এলাকার বাইরে থাকুন।’
অগ্ন্যুৎপাতের কারণে দ্বীপের অনেক স্থানে আগ্নেয়গিরির ছাই এখনও রয়ে গেছে। এ কারণে কিছু ট্রেল ধরে হাইকিংয়ে আগ্রহী পর্যটকদের চোখের সুরক্ষায় চশমা ও মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছে হাওয়াই ভলকানোস ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ। এছাড়া অনিশ্চিত আবহাওয়া ও ফের আগ্নেয়গিরির অগ্নুপাতের উদ্বেগ তো আছেই।
বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে কিলুইয়া অন্যতম। এ বছরের মে মাসে সেখানে তীব্রবেগে লাভা নির্গমন হতে শুরু করে। এ কারণে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদেরকে সরে যাওয়ার আলটিমেটাম দেওয়া হয়। নতুবা আটক করা হতে পারে বলে জানিয়ে রাখেন সরকারি কর্মকর্তারা।

ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের কারণে ভবন, পানি ও নর্দমার লাইন ভেঙে পড়া আর ৬০টিরও বেশি ধস থেকে বিস্ফোরণের ঘটনার কারণে গত ১১ মে হাওয়াই ভলকানোস ন্যাশনাল পার্ক বন্ধ করে দেওয়া হয়। এছাড়া কিলুইয়া আগ্নেয়গিরির প্রাদুর্ভাবে লাভা প্রবাহের কারণে ৭০০ ঘরবাড়ি নষ্ট হয়েছে।

সূত্র: সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি