X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডে লা মেরিডিয়ান ঢাকার ঝুলিতে দুটি পুরস্কার

জার্নি রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৯, ১৮:৩০আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৮:৫৪

লা মেরিডিয়ান ঢাকা ভিয়েতনামে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডে দুটি পুরস্কার পেলো লা মেরিডিয়ান ঢাকা। এগুলো হলো বাংলাদেশের শীর্ষস্থানীয় হোটেল ও বাংলাদেশের শীর্ষস্থানীয় হোটেল স্যুট। বাংলাদেশের একমাত্র হোটেল হিসেবে দুটি বিভাগে পুরস্কার জয়ের গৌরব অর্জন করেছে পাঁচ তারকা হোটেলটি।

এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডে বাংলাদেশের শীর্ষস্থানীয় হোটেল পুরস্কার পেলো লা মেরিডিয়ান ঢাকা। এর সঙ্গে বাংলাদেশের সেরা হোটেল স্যুটের স্বীকৃতিও এলো এবার।

ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডে দুটি পুরস্কার জেতাকে বড় অর্জন মনে করছেন লা মেরিডিয়ান ঢাকার মহাব্যবস্থাপক কনস্ট্যান্টিনোস এস গ্যাব্রিয়েল। তার মন্তব্য, ‘তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই আসরে পুরস্কার জিততে পেরে বিশ্বদরবারে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যেতে পেরেছি। এসব পুরস্কার প্রাপ্তি আমাদের হোটেলের বিশ্বসেরা সুযোগ-সুবিধা ও মানসম্পন্ন সেবা প্রদানেরই বহিঃপ্রকাশ।’

কনস্ট্যান্টিনোস এস গ্যাব্রিয়েলের আশা, পুরস্কার প্রাপ্তির সুবাদে লা মেরিডিয়ান ঢাকায় অতিথির সংখ্যা আরও বৃদ্ধি পাবে। একইসঙ্গে বর্তমানে যেসব সেবাগ্রহীতা আছেন তাদের সঙ্গে সম্পর্ক অটুট থাকবে হোটেলটির।

লা মেরিডিয়ান ঢাকা এবার ছিল ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডের ২৬তম আসর। বৈশ্বিকভাবে পর্যটন শিল্পে পুরস্কারটি বৃহৎ ও মর্যাদাপূর্ণ হিসেবে সুপরিচিত। পৃথিবীজুড়ে প্রতি বছর ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডসের বিভিন্ন ধরনের কার্যক্রম হয়ে থাকে। এর অংশ হিসেবে ধারাবাহিকভাবে বিভিন্ন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিটি মহাদেশের পর্যটন খাতের বিশেষত্বকে তুলে আনা হয়। বছর শেষে গ্র্যান্ড ফাইনাল আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন বিভাগে বিজয়ী ঘোষণা করা হয়। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটিতে পর্যটন শিল্পের নীতিনির্ধারক, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এদিকে যাত্রা শুরুর পর বাংলাদেশে চার বছর পূর্ণ করেছে লা মেরিডিয়ান ঢাকা। বিদেশি বিশিষ্টজনদের আতিথেয়তা প্রদান এবং ভিভিআইপি আবাস নিশ্চিত করতে এর জুড়ি মেলা ভার। লা মেরিডিয়ান ঢাকায় রয়েছে ৩০৪টি গেস্টরুম ও স্যুট, প্রশস্ত ব্যাঙ্কুয়েট সুবিধা, উচ্চমানের রেস্তোরাঁ, চমৎকার ফিটনেস সেন্টারসহ অনেক কিছু।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা