X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা ট্রিবিউনের কর্মকর্তার ময়নাতদন্ত সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৮, ১৫:৪২আপডেট : ১৭ মে ২০১৮, ১৮:৪৫

নাজিম-উদ্দিন রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের ওপরে বাসের ধাক্কায়  নিহত ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা নাজিম উদ্দিনের (৩২) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে থাকা তার স্বজনরা জানিয়েছেন বিকাল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদে প্রথম নামাজে জানাজা শেষে তার লাশ ঢাকা ট্রিবিউন অফিসে নেওয়া হবে। সেখান থেকে রাজধানীর শ্যামপুরে তার শ্বশুর বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে ভোলায় তার গ্রামের বাড়িতে নেওয়া হবে।

এদিকে নাজিমের মৃত্যুর খবর শুনে ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন।

বৃহস্পতিবার (১৭ মে) সকাল পৌনে ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় নাজিম উদ্দিন নিহত হন।তিনি ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন।

নাজিম উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. রাসেল জানান, যাত্রাবাড়ীর শনির আখড়া থেকে মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন নাজিম উদ্দিন। তার পেছনে একটি পরিবহনের বাস ছিল। ফ্লাইওভারের ওপরে এক লেনের রাস্তা হলেও ওই বাসটি মোটরসাইকেলটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। একপর্যায়ে বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে পড়ে গিয়ে চালক নাজিম উদ্দিন গুরুতর আহত হন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে নাজিম উদ্দিনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় ঢাকা ট্রিবিউনের কর্মকর্তার মৃত্যু

/টিওয়াই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় দল রেখে ঢাকা লিগে সাকিবের খেলার ব্যাখ্যা দিলেন নির্বাচক
জাতীয় দল রেখে ঢাকা লিগে সাকিবের খেলার ব্যাখ্যা দিলেন নির্বাচক
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে