X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

উত্তরায় অপহরণকারী চক্রের ৬ সদস্য আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৯, ২১:১৬আপডেট : ২৩ জুন ২০১৯, ২১:১৯

অপহরণকারী চক্রের ছয় সদস্য রাজধানীর উত্তরা এলাকা থেকে অপহরণকারী চক্রের ৬ জন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।  শনিবার (২২ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টরের ৪/এ রোডে একটি নির্মাণাধীন ভবনের নিচ তলা থেকে তাদের আটক করা হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো—মো. মাসুদ রানা (২৪), শুভ (২৪), দুলাল শেখ (৬৫), মো. হোসেন বেপারী (২২), মমিন উল্লাহ আল মুন্না (১৯), মো. জাকির আহম্মেদ ওরফে জাকির (২৩)।

এএসপি মিজানুর রহমান ভুইয়া জানান, গত ২০ জুন সকাল সাড়ে ১১ টার দিকে উত্তরা ৫ নম্বর সেক্টরে ভুক্তভোগী নওশাদ হোসেন নয়ন (১৯) ও তার বন্ধু ফাগুন আহমেদ (২০) হাঁটছিলেন। ২৩ নম্বর বাড়ির সামনে গেলে ৫/৬ জন যুবক তাদের অপহরণ করে। এরপর নয়নের বাবার কাছে মোবাইলফোনের মাধ্যমে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। নয়নের পরিবার থেকে একটি বিকাশ নম্বরে ১০ হাজার টাকা দিলে ওই দিন বিকালে অপহরণকারীরা তাদের দুই জনকেই ছেড়ে দেয়। এ ঘটনায় নয়ন ও ফাগুনের পরিবার  র‌্যাবে অভিযোগ করলে। র‌্যাব ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি করে ২২ জুন বিকালে   অপহরণকারী চক্রের এই ছয় সদস্যকে আটক করে। 

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়,  এর আগেও একই পন্থায় আরও অনেককেই তারা অপহরণ করে মুক্তিপণের টাকা আদায় করেছে। এই কাজে মো. রোমান (২২), ও বেল্লাল ওরফে অকু বেল্লা (২২) আরও দুজন তাদের সহযোগিতা করতো। তারা দুইজন পলাতক। তাদের আটকের চেষ্টা চলছে।’ এ ঘটনায়  মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে বলেও তিনি জানান।

 

/এসজেএ/এনএল/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ