X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

রূপনগর বস্তির আগুন ছড়িয়েছে পাশের বহুতল ভবনেও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৯, ২১:১৩আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২১:২৩

 

মিরপুরে বস্তিতে আগুন রাজধানীর মিরপুর-৬ নম্বরে রূপনগর থানার পেছনে চলন্তিকা মোড়ের পাশের বস্তিতে লাগা আগুন এখন বহুতল ভবনেও ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. এরশাদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। এখন মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে, কী কারণে এই আগুনের সূত্রপাত, সেটি জানা যায়নি।’

বস্তিতে অন্তত পাঁচ শতাধিক ঘর রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সাহাবুদ্দিন নামে এক ব্যক্তি বলেন, ‘ঈদের কারণে বস্তির বেশিরভাগ ভাড়াটিয়া ছিল না। সন্ধ্যার পর হঠাৎ বস্তিতে আগুন লাগে। ইতোমধ্যে বস্তির সব ঘর প্রায় পুড়ে গেছে। বস্তি ঘেঁষেই অনেকগুলো বহুতলা ভবন রয়েছে। কাছেই রূপনগর থানা। একটি দোতালা ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে। তবে ভেতরে কেউ আটকা পড়েছে কিনা, সে বিষয় এখনও কেউ নিশ্চিত হতে পারেননি।’

হাসান নামে একজন বস্তির বাসিন্দা বলেন, ‘বস্তির পশ্চিম পাশেই আমার বাসা। আমি আগুন-আগুন চিৎকার শুনে বাইরে বের হই।  আমি চেষ্টা করেছি আগুন নেভাতে। কিন্তু পারিনি। এমন আগুন আমি জীবনেও দেখিনি। ঘর থেকে কিছু বের করতে পারিনি।’

মিরপুরে বস্তিতে আগুন রূপনগর থানার ডিউটি অফিসার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সবাই আগুন নেভাতে ব্যস্ত রয়েছি। এখানে ভয়াবহ আগুন। আমরা সবাই চেষ্টা করছি।’

অগ্নিকাণ্ডের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসাবাড়ির সব মানুষ রাস্তায় নেমে আসেন। ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ ও স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণে সাধ্য মতো চেষ্টা করছে।

আরও খবর...
মিরপুরে বস্তিতে আগুন (ভিডিও)

 

/এআরআর/এসজেএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
শিশুদের অসংক্রামক রোগ ব্যবস্থাপনায় অগ্রণী ভূমিকা রাখছে আইসিডিডিআর,বি’র গবেষণা
শিশুদের অসংক্রামক রোগ ব্যবস্থাপনায় অগ্রণী ভূমিকা রাখছে আইসিডিডিআর,বি’র গবেষণা
ইউক্রেনের লুহানস্ক শতভাগ মস্কোর নিয়ন্ত্রণে: রুশপন্থি কর্মকর্তা
ইউক্রেনের লুহানস্ক শতভাগ মস্কোর নিয়ন্ত্রণে: রুশপন্থি কর্মকর্তা
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট