X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

রূপনগরে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দম্পতি আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২০, ০০:০৪আপডেট : ২০ জুলাই ২০২০, ০২:১১

রূপনগরে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দম্পতি আটক রাজধানীর রূপনগরের বাসায় নির্যাতনের শিকার হয়েছে আছিয়া নামে এক শিশু গৃহকর্মী। শনিবার (১৮ জুলাই) তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। উদ্ধারকৃত শিশুর শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। শিশু নির্যাতনের অভিযোগে গৃহকর্তা সাজ্জাদুল বাশার ও তার স্ত্রী শাহনাজ বেগমকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নির্যাতনের কথা স্বীকার করেছে বলে জানান রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
তিনি বলেন, তুচ্ছ কারণেই শিশুটিকে নির্যাতন করা হতো। তার শরীরের সেসব নির্যাতনের চিহ্ন রয়েছে। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে শনিবার সকালে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। শিশুটির স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মামলা হবে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার ওই দম্পতিকে আদালতে পাঠানো হবে।
পুলিশ জানায়, রূপনগর আবাসিক এলাকার ৯ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ির তৃতীয় তলায় কাজ করতো আছিয়া। গৃহকর্তা সাজ্জাদুল বাশার একটি ক্লিনিকে কাজ করেন। তার স্ত্রী শাহনাজ গৃহিণী। নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা অছিয়াকে চার বছর আগে তারা গৃহকর্মী হিসেবে কাজে নেন। ছোট্ট শিশুটি প্রায়ই কাজে ভুল করে ফেলতো। আর এ কারণে তার ওপর নেমে আসতো নিষ্ঠুর নির্যাতন। বিভিন্ন সময়ে তাকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে। ঢেলে দেওয়া হয়েছে গরম পানি। সর্বশেষ শুক্রবার সকালেও তার গায়ে গরম পানি ঢেলে দিলে শিশুটি চিৎকার করে কাঁদতে থাকে। তার কান্না শুনে প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানান।
রূপনগর থানার এসআই আসাদুজ্জামান জানান, সকাল ১১টার দিকে পুলিশ পৌঁছে শিশুটিকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় শিশুটি পুলিশ দেখে প্রথমে ভয় পায়। পরে তাকে বুঝিয়ে বলা হলে সে তার ওপর নির্যাতনের ঘটনাগুলো বর্ণনা করে। বাসার সামনে উপস্থিত প্রতিবেশীরাও পুলিশকে জানায়, তারা প্রায় প্রতিদিনই শিশুটির চিৎকার শুনেছেন।

/আরজে/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন