X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

নারী ও শিশু পাচার চক্রের নারী সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২১, ২১:০৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২১:০৯

নারী ও শিশু পাচার চক্রের এক নারী সদস্যকে রাজধানীর শ্যামপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্যামপুর থানাধীন ধোলাইপাড় যুক্তিবাদি গলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১০ এর একটি দল।

এ সময় তার কাছ থেকে ৫টি পাসপোর্ট, ১৫০ কপি পাসপোর্টের ফটোকপি, ৩টি আকামা (২টি কাতারের ও একটি মালোয়েশিয়ার), ১৫টি জন্ম সনদ, একটি এনআইডি কার্ড এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার র‌্যাব-১০ এর ধলপুর কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক এডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান এ তথ্য জানান।

এডিশনাল ডিআইজি বলেন, ‘বাংলাদেশ হতে মধ্যপ্রাচ্যে পাচার হওয়া নারী নির্যাতনের ঘটনা সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। পরে র‌্যাব-১০ এর একটি দল অনুসন্ধান ও খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পায়। এরপর ধোলাইপাড় এলাকায় অভিযান চালায় এবং এক নারীকে গ্রেফতার করে। গ্রেফতার ওই নারী ২০ বছরের একজন নারীকে গৃহকর্মীর কাজের জন্য গত ১৫ জুলাই মধ্যপ্রাচ্যে পাঠান। সেখানে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ৮ সেপ্টেম্বর দেশে ফিরে আসেন। এ অবস্থায় তিনি মিডফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এবং এখন নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।’ 

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, গ্রেফতার ওই নারী শিশু ও নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য এবং চক্রের মূল হোতা। বেশ কিছুদিন ধরে গৃহকর্মীর কাজ দেওয়ার নামে যৌন কাজে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে আসছিলেন তিনি। তিনি ও তার স্বামী নারীপ্রতি ৭০-৮০ হাজার টাকার বিনিময়ে বিভিন্ন দেশে বিক্রি করতেন এবং সাধারণ মানুষকে বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। গ্রেফতার ওই নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

 

 

/আরটি/আইএ/
সম্পর্কিত
চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা, ‘মূলহোতা’ গ্রেফতার
শ্বাসরুদ্ধকর অভিযানে সাবেক সেনাসদস্যসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার, র‍্যাবের পোশাক উদ্ধার
মাদক মামলায় বের হয়ে এসে মাদকের টাকার জন্য বাবাকে খুন
সর্বশেষ খবর
ঐকমত্য কমিশনের সপ্তম দিনের বৈঠক: যেসব বিষয়ে হবে আলোচনা
ঐকমত্য কমিশনের সপ্তম দিনের বৈঠক: যেসব বিষয়ে হবে আলোচনা
ওয়ারীতে আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ার কারণ জানালো ফায়ার সার্ভিস
ওয়ারীতে আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ার কারণ জানালো ফায়ার সার্ভিস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি
গোয়ালন্দে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, আতঙ্কিত কৃষক-খামারিরা
গোয়ালন্দে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, আতঙ্কিত কৃষক-খামারিরা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!