X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১
ঈদ কেনাকাটা

ভিড় বাড়ছে এলিফ্যান্ট রোডের জুতার দোকানে

জুবলী রাহামাত
২৫ মে ২০১৯, ১৬:৩১আপডেট : ২৫ মে ২০১৯, ১৬:৩১
image

জুতার বাজারে লেগেছে ঈদের আমেজ। পোশাক কেনা শেষ করেই বিভিন্ন অনুষঙ্গ কিনতে ক্রেতারা ছুটছেন দোকানে। পোশাকের রঙ ও নকশা মিলিয়ে জুতা কিনছেন। রাজধানীর এলিফ্যান্ট  রোড জুতার জন্য বিখ্যাত। ব্র্যান্ড ও নন-ব্র্যান্ডের বিভিন্ন দোকানে জুতা পেয়ে যাবেন সাধ্যের মধ্যেই। বাটা, অ্যাপেক্স, বে,  জেনিস,  দীপালী, লিবার্টি, সাম্পান ও খড়মের মতো জুতার শোরুম রয়েছে এখানে।

ভিড় বাড়ছে এলিফ্যান্ট রোডের জুতার দোকানে

বাটার আউটলেটে দেখা গেল তরুণ থেকে শুরু করে মধ্যবয়সী ক্রেতাদের ভিড়। বাটার বিপণন  কর্মকর্তা  মুন্না বলেন, ‘প্রতিবারের মতো এবারও বাটা ঈদকে সামনে রেখে নতুন কালেকশন এনেছে। এবার ছেলেরা হাশপাপিস এর স্যান্ডেল ও সু বেশি পছন্দ করছে। মেয়েদের জন্য রয়েছে বিশ্বখ্যাত ব্র‍্যান্ড ম্যারি ক্লারির পাম্প সু ও হিল’ শিশুদের জন্য রয়েছে নানান রঙের জুতা। তাছাড়া রয়েছে নর্থ স্টারের স্নিকার্স, ওয়েনব্রেইনার এর স্যান্ডেল ও শিশুদের জন্য বাবল গামার্স এর মতো ব্র্যান্ডের জুতা।’

ভিড় বাড়ছে এলিফ্যান্ট রোডের জুতার দোকানে

অ্যাপেক্স এর শোরুমে সে তুলনায় ক্রেতাদের ভিড় একটু কমই দেখা গেল। বিক্রয়কর্মী নাসিম হায়দার জানান, গরমের কারণে এবার বিক্রি কম। অ্যাপেক্সে  ইতালিয়ান ব্র‍্যান্ডে ‘ভেনচুরিনির’ চাহিদা বেশি দেখা যায়।  ভেনচুরিনির  স্যান্ডেল ও সু এর পাশাপাশি অ্যাপেক্সের নিজস্ব প্রোডাক্টগুলোও বেশ পছন্দ করছে ক্রেতারা।

ইতালিয়ান ব্র্যান্ড লোটোর শোরুমে দেখা গেল ক্রেতারদের ভিড়। লোটোর এবার নতুন আকর্ষণ হলো তাদের স্পোর্টস স্যান্ডেল ও স্পোর্টস সু।  তাছাড়াও রয়েছে স্যান্ডেল ও ক্যাজুয়াল সু।  স্যান্ডেলের দাম ৪৯০ থেকে ৮৫০ টাকার মধ্যে।

বে ও জেনিসের শোরুমে চামড়ার স্যান্ডেলের চাহিদা বেশি।  নাহিদা ইসলাম তার ছোট ভাইয়ের জন্য ‘বে’ থেকে স্যান্ডেল কিনতে এসেছিলেন। তিনি  বলেন, ‘ঈদে পাঞ্জাবিই পরা হয় বেশি। পাঞ্জাবির সঙ্গে স্যান্ডেলই সবচেয়ে মানানসই। পাশাপাশি গরমে আরামদায়ক স্যান্ডেলের বিকল্প নেই।’ জেনিসে স্যান্ডেলের দাম ৭৫০ টাকা থেকে শুরু করে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত।

ভিড় বাড়ছে এলিফ্যান্ট রোডের জুতার দোকানে
‘হাই ম্যানশন’ এর পাশাপাশি আরও বেশকিছু জুতার মার্কেট রয়েছে এলিফ্যান্ট রোডে। হাই ম্যানশনের জুতার দোকান ‘ওয়ান স্টার সুজ’ থেকে ফাহিম তার বন্ধুদের নিয়ে জুতা কিনছিলেন। তিনি বলেন, ‘এই মার্কেটে আমার পছন্দের সব জুতাই পাওয়া যায়।  সু, কেডস, স্লিপার কিনতে তাই এখানেই আসা হয়।’  ৩৫০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা দামের জুতা পাবেন এই মার্কেটে। ‘দীপালি’ এবার মেয়েদের জন্য আকর্ষণীয় স্যান্ডেল নিয়ে এসেছে। এগুলোর দাম শুরু ৩৮০ টাকা থেকে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা মঙ্গলবার
আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা মঙ্গলবার
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যা বললেন র‍্যাবের নতুন মুখপাত্র
দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যা বললেন র‍্যাবের নতুন মুখপাত্র
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু