X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রেসিপি: শাহী চিকেন রোস্ট

লাইফস্টাইল ডেস্ক
২৪ জুলাই ২০১৯, ১৯:২২আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৫:০০
image

একেবারেই ট্র্যাডিশনাল উপায়ে রান্না করা শাহী চিকেন রোস্ট খেতে পারেন পোলাও কিংবা বিরিয়ানির সঙ্গে। জেনে নিন কীভাবে মজাদার আইটেমটি রান্না করবেন।

শাহী চিকেন রোস্ট
উপকরণ
রোস্টের পিস- ৮টি (৩ কেজি)
লবণ- স্বাদ মতো
জর্দার রঙ- সামান্য
ঘি- ৪ টেবিল চামচ
সয়াবিন তেল- ৬ টেবিল চামচ
তেজপাতা- ২টি
দারুচিনি- ২ টুকরা
এলাচ- ৩-৪টি
পেঁয়াজ কুচি- ১ কাপ
পেঁয়াজ বাটা- আধা কাপ
আদা বাটা- দেড় টেবিল চামচ
ধনিয়ার গুঁড়া- ২ চা চামচ
মরিচের গুঁড়া- ১ চা চামচ
রসুন বাটা- আধা টেবিল চামচ
টমেটো রস- ১ চা চামচ
মিষ্টি দই- আধা কাপ
টক দই- ১ টেবিল চামচ
আস্ত কাঁচামরিচ- কয়েকটি
চিনি- আধা চা চামচ
পেঁয়াজ বেরেস্তা- ৩ টেবিল চামচ
মাওয়া বা গুঁড়া দুধ- ২ টেবিল চামচ
আলুবোখরা- কয়েকটি
গোলাপজল- আধা চা চামচ
কেওয়া জল- আধা চা চামচ 
রোস্টের মসলা তৈরির উপকরণ
দারুচিনি- ২ টুকরা
সবুজ এলাচ- ৪টি
লবঙ্গ- ৪-৫টি
জয়ত্রী- ১টি
কালো এলাচ- ১টি
জয়ফল- একটি ফলের তিনভাগের এক ভাগ
শাহী জিরা- আধা চা চামচ
সাদা গোলমরিচ- ১ চা চামচ
পোস্ত দানা- ১ টেবিল চামচ  
কাজুবাদাম/চিনাবাদাম- ১০-১২টি (ঐচ্ছিক)
প্রস্তুত প্রণালি
রোস্টের মসলাগুলো সব একসঙ্গে পানি দিয়ে ব্লেন্ড করে নিন। রোস্টের টুকরাগুলো কাঁটাচামচ দিয়ে ছিদ্র করে লবণ ও জর্দার রঙ দিয়ে মেখে নিন। প্যানে ১ টেবিল চামচ ঘি ও ৩ টেবিল চামচ তেল একসঙ্গে গরম করে ভেজে নিন রোস্টের টুকরা। ভাজা হলে একই প্যানে ৩ টেবিল চামচ ঘি ও ৩ টেবিল চামচ সয়াবিন তেল দিন। এলাচ, দারুচিনি ও তেজপাতা সামান্য ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিন। হালকা করে ভেজে নিন পেঁয়াজ। এবার একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, টমেটো সস, টক দই, মিষ্টি দই ও ব্লেন্ড করা রোস্টের মসলা দিয়ে ভালো করে কষান। ৮ থেকে ১০ মিনিট কষানোর পর তেল ভেসে উঠলে ভেজে রাখা মুরগির মাংসের টুকরা দিয়ে দিন। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন প্যান। ৮ থেকে ১০ মিনিট মাঝারি আঁচে রেখে দিন। এরপর ঢাকনা তুলে নেড়ে নিন। চিকেন পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা, আস্ত কাঁচামরিচ, চিনি, মাওয়া বা গুঁড়া দুধ, আলুবোখরা, কেওড়া জল ও গোলাপজল দিয়ে নেড়ে নিন। জ্বাল কমিয়ে কিছুক্ষণ রেখে চুলা বন্ধ করে দিন। ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ১০ মিনিট। পরিবেশন করুন পোলাও বা বিরিয়ানির সঙ্গে।    

রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি 

/এনএ/
সম্পর্কিত
ঈদ রেসিপি: মুরগির আচারি রোস্ট
এক মেরিনেশনেই মুরগির ঝাল রোস্ট ও কাবাব
ঈদ রেসিপিঝটপট রোস্ট
সর্বশেষ খবর
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ