X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

টিপটপ সাজ

নওরিন আক্তার
০৪ এপ্রিল ২০২২, ১৯:২২আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৯:৩০
audio

মৌমিতা শারমিন কাজ করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। পোশাক শাড়ি হোক কিংবা ফতুয়া, বড় একটি টিপ কপালে থাকেই তার। জানালেন এটা কেবল সাজগোজের নয়, ব্যক্তিত্বেরও অংশ হয়ে গেছে।   

 

টিপটপ সাজ

সাজটা পরিপাটি হোক কিংবা একটু এলোমেলো, দুই ভ্রুর মাঝে থাকা একটি টিপ সাজে নিয়ে আসে পরিপূর্ণতা। এক সময় মনে করা হতো গায়ে হলুদ কিংবা বিয়ের অনুষ্ঠানের মতো জমকালো আয়োজনের সাজেই টিপ মানানসই। তবে এই ধারণা থেকে ফ্যাশনপ্রিয়রা বের হয়ে এসেছেন অনেক আগেই। আবার শুধু শাড়ি বা কামিজের সাথে টিপ পরতে হবে, এই ধারণার দিনও হয়েছে শেষ। এখন জমকালো অনুষ্ঠানের পাশাপাশি দৈনন্দিন অফিস সাজেও দিব্যি জায়গা করে নিচ্ছে টিপ।  

নারীর সাজে টিপের প্রচলন ঠিক কবে থেকে শুরু হয়েছিল সে সম্পর্কে সুস্পষ্ট তথ্য না থাকলেও যুগের পর যুগ ধরে দোর্দণ্ড প্রতাপে টিকে থাকা টিপ হয়ে পড়েছে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

টিপটপ সাজ

ধারণা করা হয় কাজলের টিপ, সিঁদুরের টিপের প্রচলন শুরুর পর থেকেই ধীরে ধীরে রূপ বদল হতে থাকে টিপের। সত্তর দশকে অনেক চলচ্চিত্রেই দেখা যেত গোলাকার টিপ পরেছেন নায়িকা। ভ্রুর বেশ খানিকটা উপরে সে সময় টিপ পরার প্রচলন ছিল। ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিণী, অভিনয়শিল্পী ফেরদৌসি মজুমদার পরতেন বড় গোলাকার টিপ।

গোলাকার টিপের আবেদন চিরন্তন। তবে কালের বিবর্তনে টিপের আকার ও ধরনে এসেছে আমূল পরিবর্তন। গোলাকার টিপের পাশাপাশি বেশ লম্বা একটা সময় পাথরের টিপ ফ্যাশন অঙ্গনে জায়গা দখল করে ছিল। এরপর এসেছে লম্বা ও চৌকো টিপ। পান পাতা ও ওভাল আকৃতির টিপও নজর কাটতে শুরু করে।

টিপটপ সাজ

বিবি প্রডাকশন টিপ নিয়ে নতুন করে নিরীক্ষা শুরুর পর রাতারাতি বদলে যায় টিপের ক্যানভাস। কখনও ফুল, কখনও প্রজাপতি আবার কখনও কলকির নকশা জুড়ে বসতে শুরু করে টিপে। বিভিন্ন চার্ম বসিয়ে সৌন্দর্যবর্ধন শুরু হয় টিপের। কখনও বিডস, কখনও ঝুমকায় সেজে উঠতে শুরু করে টিপ।

অনলাইন শপ রঙ্গিমার স্বত্বাধিকারী রুবানা করিম দীর্ঘদিন থেকেই কাজ করছেন নকশা টিপ নিয়ে। তিনি জানালেন তার কাছ থেকে যেমন টিনএজাররা টিপ কেনেন, তেমনি অনেক মধ্যবয়সী নারীও টিপের ক্রেতা। অনেকে প্রিয় মানুষকে উপহার দেন টিপ কিনে। 

 

টিপটপ সাজ

বড় টিপের যেমন চাহিদা আছে, তেমনি একদম গুঁড়া সাইজের টিপেও স্বাচ্ছন্দ্য খুঁজে পান অনেকে। পোশাকের সঙ্গে ম্যাচিং টিপের পাশাপাশি অনেকে কন্ট্রাস্ট রঙ পছন্দ করেন টিপে। তবে আকার কিংবা রঙ যেটাই হোক না কেন, টিপের উপস্থিতি রাঙিয়ে দিয়ে যায় সাজকে।   

বাংলা ট্রিবিউনের আয়োজনে মডেল হয়েছেন আজমাইন আজাদ কথা

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের